রিয়ান পরাগ। ছবি: বিসিসিআই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে আইপিএলের প্রথম চারে থাকার আশা এক রকম ছেড়ে দিলেন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসের সহ-অধিনায়ক জানিয়েছেন প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি তাঁরা খেলবেন সম্মানরক্ষার জন্য।
চোটের জন্য খেলতে পারছেন না রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। নেতৃত্ব দিচ্ছেন রিয়ান। অধিকাংশ ম্যাচেই প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না রাহুল দ্রাবিড়ের দল। বেঙ্গালুরুর কাছে ১১ রানে হারের পর রিয়ান বলেছেন, ‘‘আমরা এখন সম্মানের জন্য খেলব। যাঁরা আমাদের সমর্থন করে চলেছেন এবং আমাদের জন্য কঠোর পরিশ্রম করছেন, তাঁদের জন্য খেলব। তাঁদের জন্য আমাদের কিছু করা উচিত। এমন একটা দলের হয়ে খেলার সুযোগ পাওয়ায় আমরা কৃতজ্ঞ এবং গর্বিত। আশা করি পরের বার আমরা অনেক ভাল কিছু করে দেখাতে পারব।’’
দলের পারফরম্যান্স নিয়ে রিয়ান বলেছেন, ‘‘আমাদের বোলিং বেশ ভাল হয়েছে। কিন্তু ব্যাটিং ঠিকঠাক হয়নি। ইনিংসের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা ভাল জায়গাতেই ছিলাম। স্পিনারদের বিরুদ্ধে আমাদের ব্যাটিং একদমই ভাল হয়নি। নিজেদের দোষেই আমরা পারলাম না।’’ ব্যর্থতার দায় সম্পূর্ণ নিজেদের ঘাড়ে নিয়েছেন রিয়ান। তিনি বলেছেন, ‘‘সাপোর্ট স্টাফেরা আমাদের যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। আমাদের খেলোয়াড়দের দায়িত্ব সেই স্বাধীনতা কাজে লাগানো এবং ইচ্ছাশক্তির প্রমাণ দেওয়া। একতরফা ভাবে ভুল করে গেলে মাসুল দিতেই হবে। আমাদের ঠিক সেটাই হয়েছে।’’
রিয়ান জানিয়েছেন, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারছেন না তাঁরা। তিনি বলেছেন, ‘‘দলের মধ্যে আমরা প্রচুর আলোচনা করেছি। এই ধরনের পরিস্থিতিতে কী করা উচিত, তা নিয়েও কথা হয়েছে আমাদের। কিন্তু বাস্তবায়িত করতে পারিনি আমরা। ভাল জায়গায় থেকেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছি।’’