Viral Video

বিয়ের মঞ্চে উঠে নাভিতে খোঁচা! মেজাজ হারিয়ে বালককে কষিয়ে চড় কনের, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন কনে। তাঁর পরনে লাল রঙের লেহঙ্গা। পাশে দাঁড়িয়ে আরও দুই তরুণী। অধীর আগ্রহে বরের জন্য অপেক্ষা করছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ০৯:২১
Share:
Bride loses cool and shows anger after child act inappropriately on stage

ছবি: এক্স থেকে নেওয়া।

কনের পোশাকে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে তরুণী। অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বরের জন্য। হঠাৎই এক বালক এসে খোঁচা দিল তাঁর নাভিতে। রেগে গিয়ে বালককে সটান চড় মারলেন তিনি। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন কনে। তাঁর পরনে লাল রঙের লেহঙ্গা। পাশে দাঁড়িয়ে আরও দুই তরুণী। অধীর আগ্রহে বরের জন্য অপেক্ষা করছেন তাঁরা। পিছনে বরাসনের কাছে রয়েছে এক শিশু এবং আত্মীয় এক যুবক। এমন সময় অন্য এক বালক মঞ্চে উঠে আসে। এ দিক-ও দিক তাকিয়ে কনের নাভিতে আঙুল দিয়ে খোঁচা দেয় সে। বালকের কীর্তিতে রেগে যান ওই কনে। মেজাজ হারিয়ে কষিয়ে চড় মারেন তার গালে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

বৃহস্পতিবার সকালে ‘ডাঙ্ক জেঠা’ নামে এক্স হ্যান্ডল থেকে ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। আলোড়ন পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করলেও অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বেশ হয়েছে। সব জায়গায় মানুষকে বিরক্ত করতে নেই।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘শিশুটির বাবা-মার উচিত ছিল তাকে নজরে রাখা।’’ তৃতীয় এক নেটাগরিকের কথায়, ‘‘ঘটনা কতটা সত্য তা নিয়ে সন্দেহ লাগছে। ভিডিয়ো দেখে মনে হচ্ছে যেন কোনও শুটিং চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement