Gourmet water

শাহী জল! ধনকুবেররা কী এই ভাবেই জল খান বাড়িতে? ভাইরাল ভিডিয়োয় উঠল প্রশ্ন

ধনকুবেররা কী ভাবে জল খান? তাঁদের জল খাওয়া এবং খাওয়ার জল নিশ্চিত ভাবে অন্যদের থেকে আলাদা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ ২২:০০
Share:

—প্রতীকী চিত্র।

সাধারণ মানুষ বাড়িতে কী ভাবে জল খান? গ্লাসে ঢেলে, কুঁজো থেকে গড়িয়ে, জালা থেকে তুলে কিংবা ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল বের করে। আর ধনকুবেররা কী ভাবে জল খান? তাঁদের জল খাওয়া এবং খাওয়ার জল নিশ্চিত ভাবে অন্যদের থেকে আলাদা। ইন্টারনেটে সম্প্রতি একটি ভিডিয়ো ছড়িয়েছে। সেই ভিডিয়ো দেখে নেটাগরিকেরা বলেছেন, এই হল শাহী জল। রাজা-বাদশাহ বা বড়লোক ধনকুবেররা নিশ্চয়ই এই ভাবেই জল খান।

Advertisement

ভিডিয়োটি ইতিমধ্যেই ১৫ লক্ষ বার দেখে ফেলেছেন নেটাগরিকেরা। তার পরেও তাদের আশ মিটছে না। কারণ কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেওয়া হয়েছে শাহী জল বানানোর নিখুঁত রেসিপি। তবে সেই রেসিপি দেখে জল বানাতে হলে দরকার বিশেষ কিছু সরঞ্জাম।

কী ভাবে বানাবেন সেই শাহী জল? তার জন্য দেখতে হবে ভিডিয়ো। দেখে বলুন তো আপনিও এ ভাবেই জল বানিয়ে খেতে চান কি না?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement