Viral Video

উচ্চগতিতে এসে রাস্তার ধারের হোটেলে ঢুকল গাড়ি! ছিটকে গেলেন গ্রাহকেরা, ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল সেই ভিডিয়োই দেখা গিয়েছে, ছোট উদয়পুর বোদেলি এলাকার রাস্তার ধারের একটি হোটেলে বসে খাবার খাচ্ছেন কয়েক জন গ্রাহক। কাপড় দিয়ে ঘেরা সেই হোটেলের বাইরে খাবার তৈরি হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১১:৪৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তার ধারের হোটেলে নৈশভোজ সারছিলেন জনা কয়েক গ্রাহক। সেই সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে উচ্চগতিতে এসে ওই হোটেলে ঢুকে পড়ল একটি এসইউভি। না, কোনও সিনেমার দৃশ্য নয়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে গুজরাতের ছোট উদয়পুর জেলার একটি হোটেলে। এই ঘটনায় কারও মৃত্যু না হলেও হোটেলে খেতে আসা তিন জন গ্রাহক গুরুতর আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োই দেখা গিয়েছে, ছোট উদয়পুর বোদেলি এলাকার রাস্তার ধারের একটি হোটেলে বসে খাবার খাচ্ছেন কয়েক জন গ্রাহক। কাপড় দিয়ে ঘেরা সেই হোটেলের বাইরে খাবার তৈরি হচ্ছে। এক কর্মী খাবার পরিবেশন করছেন গ্রাহকদের। তখনই বিপত্তি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উচ্চগতিতে এসে ওই হোটেলের ভিতর ঢুকে পড়ে একটি এসইউভি। গাড়িটি অবিরাম হর্ন বাজানোর কারণে কয়েক জন গ্রাহক ভয় পেয়ে আগেই আসন ছেড়ে উঠে পড়েন। কিন্তু কয়েক জন গ্রাহক কিছু বোঝার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়। তাঁদের এসে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তাঁরা। হোটেলের টেবিল-চেয়ারগুলি তছনছ হয়ে যায়। পুরো ঘটনাটি দোকানের ধারে থাকা একটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় পুলিশকর্তারা নিশ্চিত করেছেন যে, ওই ঘটনায় তিন জন আহত হয়েছেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

Advertisement

প্রসঙ্গত, এক্স হ্যান্ডলে পোস্ট করা ওই দুর্ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে ওই এসইউভি চালকের গ্রেফতারির দাবি তুলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement