—প্রতীকী ছবি।
প্রেম করে বিয়ে। ২৪ বছর সংসারও করেছেন একসঙ্গে। তার পর ছাদ আলাদা হয়েছে। জীবনসঙ্গীও বদলেছে। কিন্তু ভালবাসার টানে বিবাহবিচ্ছেদের ৪৯ বছরের পর বিয়ে করলেন ৯৪ বছরের পাত্র এবং ৮৯ বছরের পাত্রী। ৮ ডিসেম্বর ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সারলেন তাঁরা। ঘটনাটি পেনসিলভ্যানিয়ার ডেনভারে ঘটেছে। পাত্রের নাম রবার্ট ওয়েনরিচ এবং পাত্রীর নাম ফে গেবল।
ল্যাঙ্কাস্টার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্ট এবং ফের কনিষ্ঠ কন্যা ক্যারল স্মিথ জানান যে, কিশোর বয়সে আলাপ হয়েছিল তাঁর বাবা-মায়ের। জীবনে প্রায় সব কিছুই একসঙ্গে করেছেন রবার্ট এবং ফে। ১৯৫০ সালের গোড়ার দিকে আলাপ হয় ফে এবং রবার্টের। ফের দাদার প্রিয় বন্ধু ছিলেন রবার্ট। বন্ধুর বোনের প্রেমে পড়ে যান তরুণ রবার্ট। ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় তাঁদের। বিয়ের পর চার সন্তানের জন্ম দেন ফে। ২৪ বছরের সংসারের পর ব্যক্তিগত কারণে ১৯৭৫ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন ফে এবং রবার্ট। বিচ্ছেদের পর তাঁরা আবার নতুন জীবনসঙ্গী খুঁজে পান। তাঁদের বিয়েও করেন। কিন্তু দু’জনের সঙ্গীই মারা যান। বিচ্ছেদের পর অবশ্য ফে এবং রবার্টের যোগাযোগে তালা পড়েনি। পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গেই যেতেন দু’জনে। তবে ভালবাসার টানই আবার কাছে আনল দু’জনকে। চলতি মাসেই বিয়ে সেরে ফেললেন তাঁরা।
এই প্রসঙ্গে রবার্ট জানান, ফে তাঁর জীবনের প্রথম ভালবাসা। তিনি যে আবার কোনও দিন ফেকে জীবনসঙ্গী হিসাবে ফিরে পাবেন তা কল্পনা করতে পারেননি। মনের মানুষের সঙ্গে বাকি জীবনটা সুখে-শান্তিতে কাটাতে চান বলে জানিয়েছেন তিনি।