Accident

Accident: প্রভাবশালী নেতাকে ঠেলতে ঠেলতে ৫০০ মিটার নিয়ে গেল ট্রাক, তারপর...

উত্তর প্রদেশের ওই নেতার নাম দেবেন্দ্র সিংহ যাদব। সমাজবাদী পার্টির জেলা সভাপতি তিনি। এলাকায় প্রভাবশালী বলে পরিচিত তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ২৩:৫১
Share:

ফাইল চিত্র।

রবিবার রাতে এক অদ্ভুত দুর্ঘটনার কবলে পড়লেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির এক প্রভাবশালী নেতা। নৈশ সফরে তাঁর গাড়িতে আচমকাই ধাক্কা মারে একটি ট্রাক। তাতে তাঁর গাড়িটি তো ক্ষতিগ্রস্ত হয়ই তাঁর নিজেরও আঘাত লাগে। কিন্তু ভোগান্তি সেখানেই থেমে থাকেনি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে এর পর ওই ট্রাক ঠেলতে ঠেলতে নিয়ে যায় আরও ৫০০ মিটার রাস্তা।

Advertisement

উত্তর প্রদেশের ওই নেতার নাম দেবেন্দ্র সিংহ যাদব। সমাজবাদী পার্টির জেলা সভাপতি তিনি। এলাকায় প্রভাবশালী বলেও পরিচিত। তাঁর সঙ্গে এই দুর্ঘটনা ঘটে মইনপুরে। সমাজবাদী পার্টির বিশ্বস্ত দূর্গ বলে পরিচিত এই এলাকা।

রবিবারের ঘটনার একটি ভিডিয় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে গাড়িটিকে বেশ গতিতেই পিছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে ট্রাক। একে দুর্ঘটনা, তারওপর এমন উটকো সমস্যায় ফেসে নিশ্চয়ই অসহায় বোধ করছিলেন ওই নেতা। তার গাড়িটিকে থামাতে চারপাশে ছুটে আসতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের।

Advertisement

রবিবারের এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তারা খুঁজে বের করেছে ওই ট্রাক ড্রাইভারকেও। উত্তর প্রদেশের ইটাওয়ার বাসিন্দা ওই ট্রাক চালককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনা নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনও চক্রান্ত আছে এর নেপথ্যে তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মৈনপুরের পুলিশ সুপার কমলেশ দীক্ষিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement