Viral News

আটটি হাত-পা! অভিনেতা সোনু সুদের চেষ্টায় চিকিৎসা শুরু বিহার-কন্যার

চারটি হাত এবং চারটি পা নিয়ে জন্মেছিল শিশুটি। পরিবারটি চিকিৎসার জন্য যোগাযোগ করেছিল স্থানীয় প্রশাসনের সঙ্গে। অভিনেতা সেই খবর পান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০২২ ২০:৫০
Share:

ছবি: টুইটার থেকে।

বাড়তি একজোড়া হাত। সঙ্গে একজোড়া অতরিক্ত পা-ও! এই নিয়েই জন্মেছিল শিশুটি। বাবা-মায়ের আর্থিক স্বাচ্ছল্য না থাকায় গত আড়াই বছর ধরে কোনও চিকিৎসাও হয়নি। শেষে শিশুটির চিকিৎসায় সাহায্য করতে এগিয়ে এলেন বলিউড অভিনেতা সোনু সুদ। যিনি অতিমারি পরবর্তী সময়ে সমাজ সেবা করেই চলেছেন। দুঃস্থরা ‘মসিহা’ বা দেবদূত বলে ডাকতে শুরু করেছেন তাঁকে।

Advertisement

আড়াই বছরের মেয়ের চিকিৎসার জন্য অবশ্য তাঁর বাবা-মা অভিনেতার কাছে যাননি। তাঁরা মেয়ের চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনের কাছে গিয়েছিলেন। নিজেদের অপারগতার কথা জানিয়ে মেয়েকে সুস্থ করে তোলার আর্জি নিয়ে। ঘটনাটি সম্প্রচার করে একটি সংবাদ সংস্থা। টুইটারে তাদের ভিডিয়ো দেখেই উদ্যোগী হন সোনু।

গত ২৭ মে ভিডিয়োটি নেট মাধ্যমে দেখেন অভিনেতা। তার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুটির চিকিৎসা শুরু করিয়ে দেন তিনি। টুইটারে শিশুটিকে চিকিৎসকদের পরীক্ষা করার ভিডিয়ো দিয়ে লেখেন, চিকিৎসা শুরু হয়েছে, এ বার শুধু আপনারা প্রার্থনা করুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement