Viral Video

খাবার কই! নিজের লেজই কামড়ে ধরেছে সাপ, প্রকাশ্যে ভিডিয়ো

কালো সাপটি নিজের লেজ কামড়ে মেঝেতে শুয়ে রয়েছে। কিছু ক্ষণ সে ভাবে নিজের শরীর টেনে সরানোর পর থেমে যায় সাপটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৪ ১১:৪৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গায়ের রং কালো। গোল হয়ে নিজেকে নিয়েই মেঝের উপর সরে যাচ্ছিল সে। ভাল করে লক্ষ করতেই দেখা গেল সাপটি নিজের লেজই কামড়াচ্ছে। তাই গোল হয়ে শুয়ে রয়েছে সে। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, কালো সাপটি নিজের লেজ কামড়ে মেঝেতে শুয়ে রয়েছে। কিছু ক্ষণ সে ভাবে নিজের শরীর টেনে সরানোর পর থেমে যায় সাপটি। মেঝের উপর চুপচাপ শুয়ে থাকে সে। নিজের লেজ কামড়ানোর ঘটনা দেখে ভয় পেয়েছেন নেটব্যবহারকারীদের একাংশ। অনেকেই মন্তব্য করেন, ‘‘ভিডিয়োটি কী ভয়াবহ!’’ আবার কেউ কেউ সাপের এই আচরণের ব্যাখ্যাও দিয়েছেন। তাঁদের মতে, উচ্চ তাপমাত্রা থাকার কারণে সাপের মানস্থিক স্থিতির পরিবর্তন হয়। অত্যধিক খিদে থাকার ফলে অথবা মানসিক হতাশায় ভোগার কারণেও নিজেকে কামড়ে ফেলে সাপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement