—ফাইল চিত্র।
মাঝসমুদ্রে হাঙরের হানা! হাঙর আর মানুষের রীতিমতো লড়াই চলছে। এক জন শিকার হাতছাড়া যাতে না হয়, সে জন্য বলপ্রয়োগ করছে। অপর জন নিজের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু শেষরক্ষা হয়নি। হাঙরের কবলে পড়ে প্রাণ গেল এক রুশ নাগরিকের। এমন হাড়হিম করা ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
বৃহস্পতিবার মিশরের হারঘাডা এলাকায় এই ঘটনা ঘটেছে। সে দেশের পরিবেশ মন্ত্রক জানিয়েছে, ‘টাইগার শার্ক’ (হাঙরের এক ধরনের প্রজাতি)-এর আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনা সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি। রবিবার পর্যন্ত ওই এলাকায় সমুদ্রে সাঁতার কাটার ক্ষেত্রে নানা বিধিনিষেধ জারি করা হয়েছে।
হাঙরের আক্রমণের ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, সমুদ্রে সাঁতার কাটছিলেন এক যুবক। এমন সময় হাঙরের মুখে পড়েন তিনি। হাঙরের হাত থেকে নিজেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন ওই যুবক। সেই দৃশ্য দেখে সমুদ্রসৈকতে থাকা বহু মানুষ চিৎকার করছেন। কিন্তু কেউই তাঁকে বাঁচাতে পারেননি।
‘দ্য গার্ডিয়ান’ জানাচ্ছে, পরে ওই হাঙরটিকে উদ্ধার করেছেন মিশরের পরিবেশ মন্ত্রকের কর্মীরা। নিহত রুশ নাগরিকের নাম-পরিচয় জানানো হয়নি। রুশ সংবাদমাধ্যম ‘টাস’ জানিয়েছে, নিহত যুবক মিশরে পাকাপাকি ভাবে থাকছিলেন।