ছবি: সংগৃহীত।
মাঝরাস্তায় ফুরিয়ে গিয়েছিল গাড়ির পেট্রল। কী করবেন ভেবে না পেয়ে যুবক ফোন করলেন পু্লিশের সহায়তা কেন্দ্রে। তার পরই ঘটল মন ভাল করা ঘটনা। পেট্রল নিয়ে হাজির হলেন দুই পুলিশকর্মী! সম্প্রতি এক্স হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়েছে যাতে দেখা বলা হয়েছে রাস্তায় আটকে পড়া বিশেষ ভাবে সক্ষম এক যুবককে সহায়তা করতে এগিয়ে আসেন দুই পুলিশকর্মী। সচিন কৌশিক নামের এক পুলিশকর্মীর অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, এক ব্যক্তি স্কুটার নিয়ে যাচ্ছিলেন। হঠাৎই তাঁর স্কুটারের জ্বালানি শেষ হয়ে যায়। যদিও পোস্টটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
মাঝরাস্তায় আটকে পড়লেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে জানা গিয়েছে। তাই বাধ্য হয়ে পুলিশের সহায়তা চেয়ে বসেন তিনি। ফোন পেয়ে তড়িঘড়ি উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল মোহিত কুমার এবং এক হোমগার্ড দু’কিমি দূর থেকে বোতলে করে পেট্রল এনে দেন ওই যুবককে।