সইফ আলি খান এবং সারা আলি খান। —ছবি: সংগৃহীত।
অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরির আঘাতে গুরুতর ভাবে জখম হয়েছেন বলি অভিনেতা সইফ আলি খান। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই ঘটনার আগে রবিবার শেষ জনসমক্ষে দেখা গিয়েছিল অভিনেতাকে। মুম্বই বিমানবন্দর দেখে বেরিয়ে যাচ্ছিলেন তিনি। সইফের সঙ্গে ছিলেন তাঁর কন্যা সারা আলি খান। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ভাইরালভায়ানি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, কন্যা সারার সঙ্গে বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছেন সইফ। বিমানবন্দর থেকে বেরনোর সময় এক যুবক সইফ এবং সারার সঙ্গে দেখা করতে চায়। মুখ দিয়ে শব্দ করে ‘বিটবক্স’ করে শোনায় সে। যুবকের দক্ষতা দেখে সাবাশি দিতে হাতে আদর করেন অভিনেতা। তার পর কন্যা সারাকে বুকে জড়িয়ে তাঁকে বিদায় জানান সইফ। ঘটনাটি রবিবার মুম্বই বিমানবন্দরে ঘটেছে। সূত্রের দাবি, রবিবারের পর জনসমক্ষে আর দেখা যায়নি সইফকে।
বলিপাড়া সূত্রে খবর, ছ’বার ছুরি দিয়ে আঘাত করা হয় সইফের হাতে। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।” অভিনেতার টিম এর তরফ এই ঘটনার কথা স্বীকার করা হয়েছে। সইফ অনুরাগীদের অনুরোধ করছেন, এই সময়ে সকলকে ধৈর্য ধরে রাখতে। মুম্বই পুলিশ ঘটনার তদন্ত করছে, হাসপাতাল থেকে অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে জানানো হবে। লীলাবতী হাসপাতালের অন্যতম শীর্ষ পদাধিকারী ডাক্তার নীরজ উত্তমানি জানান,অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানিয়েছেন নীরজ। সইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন।
মুম্বইয়ের বান্দ্রায় ‘সদ্গুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন সইফ। এই আবাসনেই অভিনেতার সঙ্গে থাকেন তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কপূর। সইফদের সঙ্গে থাকেন তাঁর দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ। তবে ঘটনার সময় করিনা বাড়িতে ছিলেন কি না, তা স্পষ্ট নয়। কারণ এই ঘটনার কিছু ক্ষণ আগেই বোন করিশ্মা কপূর এবং দুই বন্ধু সোনম কপূর, রিয়া কপূরের সঙ্গে ‘পার্টি’ করার ছবি দিয়েছিলেন করিনা।
মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, সইফের বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢোকেন দুপুর ২টো নাগাদ। লুটপাটের উদ্দেশ্যেই তিনি ঢুকেছিলেন বলে মনে করছে পুলিশ। কিন্তু ২টোর আগে অন্তত দু’ঘণ্টার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেও সইফের বাড়িতে কাউকে ঢুকতে দেখেনি পুলিশ। তদন্তকারীদের সূত্রে এমনটাই জানা গিয়েছে। মুম্বই পুলিশের আরও একটি সূত্র মারফত জানা গিয়েছে, হামলায় অভিযুক্ত সইফের বাড়িতে কাজ করা এক পরিচারিকার পরিচিত। ওই পরিচারিকার সাহায্যেই সে অভিনেতার বাড়িতে ঢুকেছিলেন। তবে কী ভাবে এবং কখন তিনি সইফের বাড়িতে ঢুকলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশের অনুমান, ভিতরের কেউই গোটা ঘটনার সঙ্গে জড়িত। ইতিমধ্যেই অভিনেতার বাড়িতে কাজ করা তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সইফের পাশাপাশি তাঁর বাড়িতে কর্মরত এক পরিচারককেও ছুরি দিয়ে কোপানো হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।