Viral Video

‘বিয়ে করলে ভারতীয় তরুণকেই করব’, কেমন পাত্র চাই জানালেন রাশিয়ার তরুণী

সমাজমাধ্যমে তিনি একটি ভিডিয়ো পোস্ট করে জানান, ভারতীয় তরুণকে বিয়ে করতে চান তিনি। তা দেখে অনেকেই তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তরুণী এখনও অবিবাহিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৬:২৫
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

রাশিয়ায় জন্ম। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন তরুণী। কিন্তু বিয়ে করলে ভারতীয় তরুণকেই করবেন, নচেৎ নয়। সমাজমাধ্যমে এমনটাই জানালেন রাশিয়ার তরুণী। ত্রিশ বছরের তরুণী সময় পেলেই ভারতে ঘুরতে চলে আসেন। সমাজমাধ্যমের পাতায় নানা রকম ভিডিয়ো পোস্ট করে জানান যে, সেই শহরকে ভালবেসে ফেলেছেন তিনি।

Advertisement

তরুণীর নাম দিনারা। ইনস্টাগ্রামের পাতায় ‘দিজিদোল’ নামের অ্যাকাউন্ট রয়েছে তাঁর। দু’লক্ষের বেশি অনুগামী রয়েছে তাঁর। তিনি একটি ভিডিয়ো পোস্ট করে জানান, ভারতীয় তরুণকে বিয়ে করতে চান তিনি। তা দেখে সমাজমাধ্যমে অনেকেই তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তরুণী এখনও অবিবাহিত। সে কথা ইনস্টাগ্রামের ‘বায়ো’ (পরিচয়পত্র)-তেও লিখে রেখেছেন তিনি।

দিনারার দাবি, তাঁর মনের মানুষ যেন জীবনের প্রতিটি পদক্ষেপ নিয়ে নিশ্চিত থাকেন। পরিবার যেন তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয় এবং সেই তরুণ যেন ঘুরতে ভালবাসেন। সপ্তাহখানেক আগে বেঙ্গালুরু ঘুরতে গিয়েছিলেন দিনারা। ভারতীয় পোশাকে শহরের নানা জায়গায় ঘুরেছিলেন তিনি। সেই ভিডিয়ো পোস্ট করে তিনি জানিয়েছেন, বেঙ্গালুরু তাঁর কাছে খুব সুন্দর। সেই ভিডিয়োর মন্তব্যের পাতায় চোখ ফেললেও উঁকি দিয়েছে বহু তরুণ নেটাগরিকদের প্রেমপ্রস্তাব। আবার কেউ কেউ তাঁদের শহরেও আমন্ত্রণ জানিয়েছেন দিনারাকে। এক জন লিখেছেন, ‘‘আমার শহরে ঘুরতে এসো। অনেক ভাল লাগবে তোমার। আমার সঙ্গে এক দিন দেখাও করতে পারো।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement