Virat-Anushka’s Alibaug Bungalow

৩২ কোটির বাংলোয় গৃহপ্রবেশ বিরাট-অনুষ্কার, অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রিত হবে গোটা বাড়ি!

বিনোদনের জন্য বসবার ঘরে কোনও টেলিভিশন স্ক্রিন অথবা মিউজ়িক সিস্টেম নেই। উঁচু সিলিঙের লিভিং রুমে আলো যাতায়াতের পরিমাণও যথেষ্ট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১০:৪৪
Share:
০১ ১৬

শহরের ব্যস্ততা থেকে দূরে গিয়ে ছুটি কাটানো প্রয়োজন তারকা জুটির। তাই মুম্বইয়ের অনতিদূরে আলিবাগে একটি হলিডে হোম কিনেছিলেন ক্রিকেটার বিরাট কোহলি এবং বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। বুধবার সেই হলিডে হোমেই গৃহপ্রবেশ করলেন তারকা-দম্পতি।

০২ ১৬

পাঁচটি বেডরুমের বাংলোয় অধিকাংশ সময় অবসর কাটাতে যান বিরাট এবং অনুষ্কা। কানাঘুষো শোনা যাচ্ছিল, দুই সন্তান নিয়ে লন্ডনে পাকাপাকি ভাবে থাকতে শুরু করবেন তাঁরা। তার মধ্যেই আলিবাগে গৃহপ্রবেশ করলেন তাঁরা।

Advertisement
০৩ ১৬

‘আর্কিটেকচারাল ডাইজেস্ট’ সূত্রে খবর, ২০২২ সালে আলিবাগের বাংলোটি ১৯ কোটি টাকা খরচ করে কিনেছিলেন বিরাট এবং অনুষ্কা।

০৪ ১৬

আট একর জমির উপর দশ হাজার বর্গফুটের এই বাংলোটির বর্তমান বাজারমূল্য ৩২ কোটি টাকা।

০৫ ১৬

পাঁচটি বেডরুমের পাশাপাশি এই বাংলোয় রয়েছে চারটি শৌচালয়। বাংলোর সঙ্গে রয়েছে বিশাল বড় বাগান, গাড়ি রাখার জন্য আলাদা জায়গা। বাংলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের থাকার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।

০৬ ১৬

বাংলোর ভিতর ঢুকে একটি বিশাল লিভিং রুম রয়েছে। বসার জন্য সোফার পাশাপাশি রয়েছে ডাইনিং টেবিলও। ঘরে খুব বেশি আসবাবপত্র নেই। ঘরের কোনায় রয়েছে গাছগাছালিও।

০৭ ১৬

বিনোদনের জন্য বসবার ঘরে কোনও টেলিভিশন স্ক্রিন অথবা মিউজ়িক সিস্টেম নেই। উঁচু সিলিঙের লিভিং রুমে আলো যাতায়াতের পরিমাণও যথেষ্ট।

০৮ ১৬

কানাঘুষো শোনা যায়, এই বাংলোটি সাজাতে আলাদা ভাবে সাড়ে দশ কোটি থেকে ১৩ কোটি টাকা খরচ করেছেন বিরাট।

০৯ ১৬

পুরো বাংলোটিই অ্যাপ দ্বারা নিয়ন্ত্রিত। সেই অ্যাপের মাধ্যমে বাংলোর দরজা-জানলা খোলা-বন্ধ করা যায়। ঘরের বাইরের বাগানের মধ্যে রয়েছে কফি খাওয়ার ছোট টেবিল। সেখানেই রয়েছে সুইমিং পুলও।

১০ ১৬

সুইমিং পুলের জলের তাপমাত্রাও অ্যাপের মাধ্যমে বাড়ানো এবং কমানো যায়। সুইমিং পুলের পাশাপাশি সেখানে রয়েছে জ়াকুজ়িও।

১১ ১৬

আলিবাগের বাংলোর পাশাপাশি মুম্বইয়ে ৩৪ কোটি টাকা মূল্যের বাড়ি রয়েছে বিরাট এবং অনুষ্কার।

১২ ১৬

বলিপাড়া সূত্রে খবর, গুরুগ্রামে ৮০ কোটি টাকা খরচ করে একটি বাংলো কিনেছেন বিরাট।

১৩ ১৬

জানা গিয়েছে, ২০২৪ সালের গণনা অনুযায়ী বিরাটের মোট সম্পত্তির পরিমাণ ১০৫০ কোটি টাকা।

১৪ ১৬

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিজ্ঞাপনে অভিনয় করে প্রতি বছর ২০০ কোটি টাকা উপার্জন করেন বিরাট।

১৫ ১৬

বিরাটের বাড়ির গ্যারাজে রয়েছে দামি গাড়ির সম্ভার। ২.৭২ কোটি টাকা মূল্যের অডি আর৮ ভি১০ প্লাস ব্র্যান্ডের গাড়ি রয়েছে তাঁর।

১৬ ১৬

২.৯৭ কোটি টাকা খরচ করে অডি আর৮ এলএমএক্স মডেলের গাড়ি কিনেছেন বিরাট। তা ছাড়াও অডি, টয়োটা এবং রেঞ্জ রোভার ব্র্যান্ডের গাড়ি রয়েছে ক্রিকেটারের।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement