ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
টাকা তুলবেন বলে এটিএমের বাইরে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু এটিএমের ভিতর আর ঢুকতে পারলেন না তিনি। দরজার বাইরে থেকে দৌড়ে পালিয়ে গেলেন তিনি। এটিএমের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা গেল একটি গন্ডারকে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
লস্টইনদ্যহিমালয়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এটিএমের ভিতর থেকে একটি গন্ডার বেরিয়ে আসছে। এটিএমের বাইরে দাঁড়িয়ে রয়েছে আরও একটি গন্ডার। ঘটনাটি নেপালে ঘটেছে। মাঝেমধ্যেই রাস্তাঘাটে গন্ডার বেরিয়ে পড়ে বলে স্থানীয়দের একাংশের দাবি। রাস্তায় ঘোরাঘুরি করতে করতে এটিএমের ভিতর ঢুকে পড়েছিল একটি গন্ডার।
এটিএমের বাইরে দাঁড়িয়ে ছিল তার বন্ধু। টাকা তুলবেন বলে এটিএমের ভিতর ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। কিন্তু টাকা না তুলেই বেরিয়ে পড়লেন তিনি। তাঁর পিছন পিছন বেরিয়ে পড়ল গন্ডারটিও। ঘটনাটি কবে ঘটেছে তা অবশ্য জানা যায়নি। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বন্ধুকে পাহারায় রেখে এটিএমের ভিতর বুনো ডাকাত ঢুকে পড়েছিল। কিছু না পেয়ে খালি হাতে ফিরে গেল।’’