এমকে স্ট্যালিন। — ফাইল চিত্র।
তামিলনাড়ুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পম্বন রেলব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেননি খোদ সে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন! সেই ঘটনার ঘণ্টা কয়েক পেরোতে না পেরোতেই এ বার স্ট্যালিনের বিরুদ্ধে আক্রমণ শানাল ভারতীয় জনতা পার্টি।
রবিবার রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই বলেন, ‘‘এটা খুবই দুঃখের বিষয় যে স্ট্যালিন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অনুপস্থিতির জন্য মুখ্যমন্ত্রী যে কারণটি দেখিয়েছেন তাও বিশ্বাসযোগ্য নয়। অথচ তিনি প্রধানমন্ত্রীর আগমন সম্পর্কে অনেক আগে থেকেই জানতেন। প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা থেকে সরাসরি নয়াদিল্লি যেতে পারতেন, কিন্তু যাননি। বরং তামিলনাড়ুর জনগণের স্বার্থে তিনি এখানে এসেছিলেন। তাই, প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো মুখ্যমন্ত্রীর প্রাথমিক কর্তব্য হওয়া উচিত ছিল।’’ আন্নামালাই আরও দাবি করেন, প্রধানমন্ত্রীকে যথাযথ সম্মান না দিয়ে মুখ্যমন্ত্রী মোদীকে ‘অপমান’ করেছেন। তাই তামিলনাড়ুর জনগণের কাছে এ জন্য ক্ষমা চাওয়া উচিত স্ট্যালিনের।
প্রসঙ্গত, রবিবার তিন দিনের শ্রীলঙ্কা সফর শেষ করে তামিলনাড়ুর রামেশ্বরমে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই রামেশ্বরম থেকে মণ্ডপম পর্যন্ত ২.০৭ কিলোমিটার দীর্ঘ, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নতুন পম্বন সেতুর উদ্বোধন করেন তিনি। তার পর রামনাথস্বামী মন্দিরে পুজোও দেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। অন্য দিকে, রবিবারই একটি সরকারি হাসপাতাল উদ্বোধনের জন্য উটি গিয়েছিলেন স্ট্যালিন। ডিএমকে-র দাবি, স্ট্যালিন প্রধানমন্ত্রীকেও আগে থেকে জানিয়েছিলেন যে তিনি রামেশ্বরমের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। রবিবার সকালেও স্ট্যালিন বলেছিলেন, ‘‘আমি প্রধানমন্ত্রীর কাছে তাঁর সভায় উপস্থিত থাকতে না পারার কথা জানিয়েছি। পরিবর্তে আমাদের মন্ত্রী থাঙ্গাম থেন্নারাসু এবং রাজা কান্নাপ্পানকে সেখানে অংশগ্রহণ করতে বলেছি।’’