Viral Video

ফুটপাথে হঠাৎ বিস্ফোরণ! হাঁটতে হাঁটতে গর্তে পড়ে গেলেন মহিলা, তার পর…

হঠাৎ জোর শব্দে বিস্ফোরণ হয় ফুটপাথে। দেখা যায়, ফুটপাথের একটি গর্তের ঢাকনা বিস্ফোরণের ফলে হাওয়ায় উড়ে যায়। সেই মুহূর্তে ওই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১২:০৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ফুটপাথ ধরে লোকজন হাঁটাচলা করছিলেন। কেউ অফিসে যাচ্ছিলেন, কেউ আবার প্রিয়জনের হাত ধরে হাঁটছিলেন। ফুটপাথে দাঁড়িয়ে গল্পও করছিলেন অনেকে। হঠাৎ প্রবল বিস্ফোরণের শব্দ। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। চারপাশের লোকজন ভয় পেয়ে এ দিক-ও দিক দৌড়ে পালিয়ে যান।

Advertisement

ধোঁয়া কাটলে দেখা যায়, ফুটপাথের ভিতর একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছেন এক মহিলা। যন্ত্রণায় চিৎকার করছেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

‘ফার্স্টপোস্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, হঠাৎ জোর শব্দে একটি বিস্ফোরণ হয় ফুটপাথে। দেখা যায়, ফুটপাথের একটি গর্তের ঢাকনা বিস্ফোরণের ফলে হাওয়ায় উড়ে যায়। সেই মুহূর্তে ওই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। গর্তের মধ্যে হঠাৎ করে পড়ে যান তিনি। উড়ে যাওয়া ধাতব ঢাকনাটি এসে পড়ে মহিলার হাতের উপর।

Advertisement

যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি। এক সেনা আধিকারিক কাছেপিঠেই ছিলেন। চোখের সামনে এমন ঘটনা ঘটতে দেখে ছুটে যান তিনি। মহিলার হাতের উপর থেকে ঢাকনা সরিয়ে তাঁকে উদ্ধারও করেন আধিকারিক। বৃহস্পতিবার এই ঘটনাটি পেরুর লিমায় ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কেব্‌ল সারাইয়ের কাজ চলছিল সেখানে। ইলেকট্রিক বক্সে সমস্যা দেখা যাওয়ায় গর্তের মধ্যেই তা হঠাৎ ফেটে যায়। সেই সময় ওই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। দুর্ঘটনার ফলে গর্তের ভিতর পড়ে যান তিনি। জানা গিয়েছে, এই ঘটনার ফলে চোট পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় আতঙ্ক প্রকাশ করেছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিকের মন্তব্য, ‘‘মহিলার ভাগ্য সত্যিই খারাপ। বিপদের সময়েই তাঁকে ওই রাস্তা দিয়ে যেতে হল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement