Viral Video

বরের টাকে মাখছেন আটা, বেলছেন রুটিও! ভিডিয়ো দেখে উঠল হাসির রোল

তরুণের মাথায় চুল নেই। তাঁর টাককেই চাকি বানিয়ে রুটি বেলছেন এক তরুণী। সেই রুটি নিয়েই উনুনে সেঁকছেন সেই তরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ০৯:১৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

উনুনের সামনে বসে রয়েছেন এক তরুণ। মাথায় একটিও চুল নেই তাঁর। তরুণের পাশে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তরুণের টাকের উপর আখা মাখিয়ে সেখানেই রুটি বেলছেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছ়়ড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘কাটাবাবা_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক তরুণের মাথায় চুল নেই। তাঁর টাককেই চাকি বানিয়ে রুটি বেলছেন এক তরুণী। সেই রুটি নিয়েই উনুনে সেঁকছেন সেই তরুণ। ঘটনাটি কোথাকার তা জানা না গেলেও ভিডিয়োটি দেখে বোঝা যাচ্ছে যে, তাঁরা দম্পতি।

উনুনের সামনে বসে রয়েছেন বর। তাঁর পাশে বেলনা হাতে দাঁড়িয়ে রয়েছেন তাঁর স্ত্রী। বরের টাকে আটা মাখিয়ে সেখানেই রুটি বেলছেন তরুণী। সেই রুটি আবার উনুনে সেঁকার দায়িত্ব তরুণের। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বিনামূল্যে এত সুন্দর চাকি পেলে আর আলাদা ভাবে কেনার কোনও প্রয়োজন নেই।’’ আবার এক জনের মন্তব্য, ‘‘ভিডিয়ো তৈরি করার জন্য লোকজন যা খুশি তাই করছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement