ছবি: এক্স থেকে নেওয়া।
সামনে থেকে একের পর এক ছোবল মেরে যাচ্ছে ‘বিষাক্ত’ গোখরো। তা সত্ত্বেও কোনও হেলদোল নেই বাঁদরের। উল্টো সাপটিকে তুলে মাফলারের মতো বার বার গলায় জড়িয়ে নিচ্ছে সে। এমনই এক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ক্ষেতের আলের উপর বসে রয়েছে একটি বাঁদর। তার গলার শিকল দড়ি দিয়ে বাঁধা। আর বাঁদরটির ঠিক সামনেই ফণা তুলে দাঁড়িয়ে ভয়ঙ্কর একটি গোখরো। বাঁদরটি ঘুরতেই গোখরো ছোবল মারে তাকে। তবে ছোবল খেয়েও নির্বিকার ভাবে বসে থাকতে দেখা যায় বাঁদরটিকে। নিজের কাজ করতে থাকে সে। একটু পরে গোখরোটি আবার তাকে ছোবল মারে। এর পর বিরক্ত হয়ে সাপটিকে তুলে গলায় জড়িয়ে ফেলে বাঁদর। সাপটি নীচে প়ড়ে গেলে বাঁদরটি আবার তাকে তুলে গলায় জড়িয়ে ফেলে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। সমাজমাধ্যমে লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে হতবাক নেটাগরিকদের একাংশের দাবি, সাপটি নিশ্চয়ই নির্বিষ। আর সেই কারণেই বাঁদরটির কোনও ক্ষতি হয়নি। অনেকে আবার বাঁদরটিকে বেঁধে রাখার জন্য তার মালিকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।