ছবি: এক্স থেকে নেওয়া।
এক বছরেরও কম সময়ে সাত বার অগ্ন্যুৎপাত হল আইসল্যান্ডের রেইকজেনেস উপদ্বীপের আগ্নেয়গিরি থেকে। সেই মুহূর্তটি বিমান থেকে চাক্ষুষ করলেন এক তরুণী। ক্যামেরাবন্দিও করে রাখলেন। সমাজমাধ্যমে নিজের অনুরাগীদের সঙ্গে তিনি ভিডিয়োটি ভাগ করে নিয়েছেন। ভিডিয়োটি পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। আনন্দবাজার অনলাইন যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জ্বলন্ত আগ্নেয়গিরির কাছ দিয়ে বিমানটি উড়ে যাচ্ছে। সেই সময় বিমানের জানলা দিয়ে তরুণী মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন। আগ্নেয়গিরি থেকে বেরনো লাভায় আশেপাশের অঞ্চল ঢেকে যেতেও দেখা গিয়েছে। আকাশে মেঘের মতো আগুনরঙা ধোঁয়া ভেসে বেড়াতেও দেখা গিয়েছে। বিবিসি সূত্রে খবর, ২০২১ সালের আগে ৮০০ বছরে ওই আগ্নেয়গিরি থেকে কোনও প্রকার অগ্নুৎপাত হয়নি। এবিজ় নিউজ় সূত্রে খবর, এই অগ্নুৎপাতের ফলে আইসল্যান্ডের বিখ্যাত পর্যটনস্থল ব্লু লেগুন এবং নিকটবর্তী শহর গ্রিন্ডাভিক থেকে বাসিন্দা এবং পর্যটকদের অন্যান্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। আইসল্যান্ডের আবহাওয়া অফিসের মতে, অগ্ন্যুৎপাতটি প্রায় তিন কিমি দীর্ঘ ছিল।
‘ক্যালেইগ’ নামক এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘আমার জীবনের অভাবনীয় মুহূর্তের সাক্ষী থাকলাম। কোনও কিছুই আর কখনও এই দৃশ্যকে টপকাতে পারবে না। রাতে আইসল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে।’’
ভিডিয়োটিতে ইতিমধ্যেই ৭৬ হাজারেরও বেশি ব্যবহারকারী ভালবাসা এঁকে দিয়েছেন। নেটাগরিকদের অনেকে সেই ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করলেও। কেউ আবার জ্বলন্ত আগ্নেয়গিরির কাছ দিয়ে বিমান চলাচল করায় উদ্বেগ প্রকাশ করেছেন।