Viral Video

‘২৫ দিনে পয়সা ডাবল’, হ্যারি পটারের মুখে অক্ষয়ের হিট ছবির সংলাপ, ভাইরাল ভিডিয়ো

২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ ছবিটি মুক্তি পাওয়ার পর অক্ষয় কুমার এবং রাজপাল যাদবের যৌথ সংলাপ বিখ্যাত হয়ে যায়। রাজু (অক্ষয় কুমারের চরিত্রের নাম) এবং পাপ্পুর (রাজপাল যাদবের চরিত্রের নাম) এই কথোপকথন হিন্দিতে পাঠ করে শোনালেন ড্যানিয়েল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৩:১৬
Share:

ড্যানিয়েল ‌র‌্যাডক্লিফ। —ফাইল চিত্র।

‘একটা সময় ছিল, যখন আমিও গরিব ছিলাম। তার পর রাতারাতি কোটিপতি হয়ে গেলাম… ২৫ দিনে পয়সা ডাবল’— ‘ফির হেরা ফেরি’ ছবির এই সংলাপ লোকমুখে ছড়াতে বেশি সময় লাগেনি। প্রায় দু’দশক আগে অক্ষয় কুমারের এই ছবিটি মুক্তি পেলেও সমাজমাধ্যমের পাতায় এখনও এই সংলাপকেন্দ্রিক মজার মজার ছবি অথবা ভিডিয়ো পোস্ট করা হয়। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পুরনো ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে হলি অভিনেতা ড্যানিয়েল ‌র‌্যাডক্লিফকে এই জনপ্রিয় সংলাপ পাঠ করে শোনাতে দেখা গিয়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

হ্যারি পটারের চরিত্রে অভিনয় করে বড় পর্দায় বিপুল পরিচিতি তৈরি করেছেন ড্যানিয়েল। সিনেমার প্রতি তাঁর ভালবাসার কথা নানা সাক্ষাৎকারে জানিয়েওছেন তিনি। ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ ছবিটি মুক্তি পাওয়ার পর অক্ষয় কুমার এবং রাজপাল যাদবের যৌথ সংলাপ বিখ্যাত হয়ে যায়। রাজু (অক্ষয় কুমারের চরিত্রের নাম) এবং পাপ্পুর (রাজপাল যাদবের চরিত্রের নাম) এই কথোপকথন হিন্দি ভাষায় পাঠ করে শোনালেন ড্যানিয়েল।

দুই চরিত্রের কথোপকথনের পাঠ শেষ হয় ‘জোরে জোরে বলে সবাইকে স্কিম বলে দে’ সংলাপের মাধ্যমে। সংলাপ পাঠ শেষ করে ড্যানিয়েল বলেন, ‘‘হ্যারি পটারের চেয়ে এর মান ঢের ভাল।’’ তার পর ভিডিয়োটি শেষ হয়ে যায়। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় নতুন করে এই ভিডিয়োটি ঘোরাফেরা করতে শুরু করেছে। ফলে তা নজর কেড়েছে নেটাগরিকদের অধিকাংশের। এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘এ বার তা হলে আন্তর্জাতিক স্তরে এই ছবিটি বানানো হোক।’’ আবার সন্দেহ প্রকাশ করে আর এক নেটাগরিক বলেছেন, ‘‘এই ভিডিয়োটি মনে হয় কৃত্রিম প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement