Marathon

ম্যারাথনে দৌড়তে দৌড়তে বসে পড়লেন, তার পরই মৃত্যু কোচবিহারের প্রথম বর্ষের ছাত্রীর! শোরগোল

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, মৃত ছাত্রীর নাম রেয়াশ রাই। বয়স ১৯ বছর। প্রথম বর্ষের ওই ছাত্রীর বাড়ি নর্থজ়োন গরুবাথান এলাকায়। রবিবার ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে দৌড়ের মাঝেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২০:২০
Share:

ম্যারাথনে ৬ কিলোমিটার দৌড়েছিলেন রেয়াশ রাই। তার পরেই মৃত্যু! —নিজস্ব চিত্র।

স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে গিয়ে মৃত্যু হল এক ছাত্রীর। রবিবার এ নিয়ে চাঞ্চল্য এলাকায়। শোকস্তব্ধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথা অন্যান্য পড়ুয়া।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, মৃত ছাত্রীর নাম রেয়াশ রাই। বয়স ১৯ বছর। প্রথম বর্ষের ওই ছাত্রীর বাড়ি নর্থজ়োন গরুবাথান এলাকায়। রবিবার ম্যারথন দৌড়ে অংশ নিয়ে দৌড়ের মাঝেই মৃত্যু হয় তাঁর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুৎকুমার পাল বলেন, ‘‘প্রতি বছরের মতো এই বছরও ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। পাতলাখাওয়া থেকে কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন ২৪১ জন ছাত্রছাত্রী। দৌড়ের সময় এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।’’

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রায় ৬ কিলোমিটার দৌড়নোর পর হঠাৎ রাস্তায় বসে পড়েছিলেন রেয়াশ। কয়েক সেকেন্ডের মধ্যে সেখানেই শুয়ে পড়েন তিনি। ছাত্রীকে ওই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে উদ্ধার করেন স্বেচ্ছাসেবকেরা। অ্যাম্বুল্যান্স করে প্রথমে পুন্ডিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের তরফে মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনা সম্পর্কে খোঁজখবর করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement