ছবি: সংগৃহীত।
এক শতাংশ মানুষই পারবেন এই ধাঁধার সমাধান করতে। তবে আপনার নজর সেই বিরল এক শতাংশের মধ্য পড়ে কি না তা জানতে পরীক্ষা দিতে হবে। নীচের ছবিটি একটি লাইব্রেরির। সেখানেই নানা জিনিসপত্রের ভিড়ে লুকিয়ে রয়েছে একটি ইঁদুরও। আপনার কাজ সেই ইঁদুরটিকে খুঁজে বার করা।
ছবিতে দেখা যাচ্ছে লাইব্রেরিতে টেবিলের সামনে বই নিয়ে বসে রয়েছে একটি মেয়ে। বেদম রেগে সে কিছু বলছে তার পুষ্যি বেড়ালটিকে। তার মুখ বকুনি খেয়ে কাঁচুমাচু। আর এই ঘরেই ঠিক সেই সময়ে লুকিয়ে গোটা ব্যাপারটি দেখছে একটি ইঁদুর।
তবে ঘর ভর্তি জিনিসের ভিড়ি ইঁদুরটিকে খুঁজে বার করা মুখের কথা নয়। আর তার জন্যই চ্যালেঞ্জটি কঠিন। বিরল শ্রেণির দৃষ্টির অধিকারী হওয়াও মুখের কথা নয়। আপনি কি সেই পরীক্ষায় পাশ করলেন? না করলে নীচে দেওয়া রইল সমাধান।