Viral Video

হার না মানা! ঝড়বৃষ্টির মধ্যে অসুস্থ বৃদ্ধাকে পিঠে চাপিয়ে আশ্রয় শিবিরে পৌঁছলেন ‘নায়ক’

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রচণ্ড ঝড়বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই এক বৃদ্ধাকে পিঠে চাপিয়ে মাটির রাস্তা দিয়ে হাঁটছেন এক আশাকর্মী। তাঁর চোখেমুখে দৃঢ়তার ছাপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৪:১৩
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডেনা’। কিন্তু মানুষকে তো নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে হবে। তাই ঝড়বৃষ্টির মধ্যে এক অসুস্থ বৃদ্ধাকে পিঠে চাপিয়ে আশ্রয় শিবিরের দিকে রওনা দিলেন ওড়িশার এক আশাকর্মী। সাহসিকতা এবং মন ভাল করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। নেটাগরিকদের কাছে দেদার প্রশংসাও কুড়িয়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রচণ্ড ঝড়বৃষ্টি হচ্ছে। তার মধ্যে এক বৃদ্ধাকে পিঠে চাপিয়ে মাটির রাস্তা দিয়ে হাঁটছেন এক আশাকর্মী। তাঁর চোখেমুখে দৃঢ়তার ছাপ। ওড়িশার ‘প্রেস ইনফরমেশন ব্যুরো’র তরফে এক্স-এ করা পোস্ট অনুযায়ী, ওই আশাকর্মীর নাম শিবানী মণ্ডল। তিনি ওড়িশার কেন্দ্রপাড়ার রাজনগর ব্লকের খাসমুন্ডা গ্রামের বাসিন্দা। ঘূর্ণিঝড় আবহে এক বৃদ্ধাকে পিঠে করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেন তিনি। ওই পোস্টে শিবানীর প্রশংসা করে লেখা হয়েছে, ‘‘নারীশক্তিকে শুভেচ্ছা।’’

এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ওই আশাকর্মীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘সত্যিই এই ঘটনা নারীশক্তির নিদর্শন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘মহিলার সাহসিকতা এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাকে কুর্নিশ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement