Cake

Cake Delivery: উপরে লেখা ‘পাঁচশো টাকার খুচরো আনবেন’, কেক অর্ডার দিয়ে তাজ্জব মহিলা

মুম্বইয়ের বাসিন্দা বৈষ্ণবী মন্ডকার নামের মহিলা একটি কেক অর্ডার করেন। কেকের উপর কী লেখা থাকবে তা নিয়ে কেক বিক্রেতাকে তিনি কিছু নির্দেশও দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১১:০৩
Share:

এই সেই কেক। ছবি: টুইটার।

এক খাদ্য সরবরাহকারী সংস্থার অ্যাপ থেকে কেক অর্ডার করেছিলেন মুম্বইয়ের মহিলা। অর্ডারও এল। তবে কেকের প্যাকেট খুলে হতবাক মহিলা। কেকের উপর লেখা, ‘দয়া করে ৫০০ টাকার খুচরো আনবেন।’ ওই মহিলা কেকের ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন।

Advertisement

মুম্বইয়ের বাসিন্দা বৈষ্ণবী মন্ডকার নামের ওই মহিলা একটি কেক অর্ডার করেন। কেকের উপর কী লিখতে হবে তা-ও ফোনে জানিয়ে দেন ওই মহিলা। কিন্তু কেকের প্যাকেট খুলে তিনি দেখেন, তিনি যা নির্দেশ দিয়েছিলেন তা তো লেখা হয়েইনি, উল্টে খুচরো পাঠনোর কথা লিখে পাঠিয়েছেন কেক বিক্রেতা!

মহিলা কেকের উপর লেখা নিয়ে ওই ছবি শেয়ার করার পরই তা নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement