ছবি: এক্স থেকে নেওয়া।
সন্তানের জন্য কঠিন বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারে এক মা-ই। সেই একই ভালবাসা দেখা যায় প্রাণীদের মধ্যেও। নিজের বিপদকে তুচ্ছ করে সন্তানদের রক্ষা করতে পিছপা হয় না তারাও। ভাইরাল হওয়া এক ভিডিয়োয় প্রমাণ মিলল তারই। সন্তানদের পিঠে করে এক বিপদসঙ্কুল পথে এগিয়ে যেতে দেখা গিয়েছে একটি পোসামকে। একটি মোটা তারের উপর দিয়ে একপাল সন্তানকে পিঠে করে রাস্তা পার হতে দেখা গিয়েছে একটি মা-পোসামকে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
নেচার ইজ় অ্যামেজ়িং নামের এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। অদ্ভুত কায়দায় বিদ্যুতের তারের উপর ভারসাম্য রেখে রাস্তা পারাপার করতে দেখা গিয়েছে প্রাণীটিকে। এই ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে তা স্পষ্ট নয়। অপসাম বা পসাম নামের এই প্রাণীটি সাধারণত উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়। দেখতে ইঁদুরের মতো হলেও এরা আসলে মার্সুপিয়াল বা ক্যাঙারু গোত্রের প্রাণী। এদের সন্তানস্নেহ অন্য মার্সুপিয়ালদের মতোই। জন্মের পর থলিতে থাকলেও বড় হলে এরা মায়ের কাঁধে চেপে ঘুরে বেড়াতে ভালবাসে। সেই অপত্য স্নেহের দৃশ্যই ফুটে উঠেছে এই ভিডিয়োটিতে।
১২ ফেব্রুয়ারি পোস্ট হওয়া এই ভিডিয়োটি কয়েক ঘণ্টায় ৩০ লক্ষ বারের বেশি দেখা হয়েছে। ৪৭ হাজারেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োয়।