IPL 2025

অধিনায়ক সঞ্জুকে নিয়ে সমস্যায় রাজস্থান, এখনও যোগ দেননি প্রস্তুতি শিবিরে

পায়ের চোট পুরোপুরি না সারলেও দলের প্রস্তুতির কথা ভেবে রাজস্থান রয়্যালসের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু এখনও যোগ দেননি অধিনায়ক সঞ্জু স্যামসন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১০:৫৩
Share:
picture of Sanju Samson

সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে চোট পেয়েছিলেন সঞ্জু স্যামসন। জফ্রা আর্চারের বলের আঘাতে তাঁর ডান হাতের আঙুলের হাড় ভেঙে গিয়েছিল। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। সেই চোট নিয়েই আইপিএলের আগে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। কারণ রাজস্থান রয়্যালসের প্রস্তুতি শিবিরে এখনও যোগ দেননি অধিনায়ক।

Advertisement

২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। পায়ের চোট পুরোপুরি না সারলেও দলের প্রস্তুতির কথা ভেবে গত বুধবার জয়পুরে রাজস্থান রয়্যালসের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। তাঁর পায়ে এখনও বিশেষ ধরনের ব্যান্ডেজ বাঁধা রয়েছে। ক্রাচ ব্যবহার করতে হচ্ছে হাঁটার সময়। অথচ দলের অধিনায়ক সঞ্জু এখনও শিবিরে যোগ দেননি। সে কারণেই আইপিএলের শুরুতে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর, ব্যাট করতে সমস্যা হচ্ছে না সঞ্জুর। তবে উইকেটরক্ষা করার মতো ফিট এখনও হতে পারেননি। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। সঞ্জু কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মনে করা হচ্ছে, আইপিএলের প্রথম সপ্তাহের পর খেলতে পারবেন রাজস্থান রয়্যালস অধিনায়ক।

Advertisement

সঞ্জু খেলতে না পারলেও রাজস্থানের বড় সমস্যা হওয়ার কথা নয়। কারণ দলে রয়েছেন ধ্রুব জুরেলের মতো উইকেটরক্ষক-ব্যাটার। রাজস্থানের প্রথম ম্যাচ ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সঞ্জুকে ছাড়াই এই ম্যাচের পরিকল্পনা করতে হবে কোচ দ্রাবিড়কে।

সঞ্জুর মতোই বিসিসিআইয়ের ফিটনেস সংক্রান্ত অনুমতির অপেক্ষায় রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ, লখনউ সুপার জায়ান্টসের আবেশ খান এবং মহসিন খান। লখনউয়ের আর এক জোরে বোলার ময়ঙ্ক যাদব সম্ভবত আইপিএলের প্রথমার্ধে খেলতে পারবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement