Viral Video

রং মাখিয়ে পর পর তিন ছাত্রীকে কাদায় ছুড়ল এক দল পড়ুয়া, দোলের ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কলেজ ক্যাম্পাসে দোল খেলায় মেতেছেন পড়ুয়ারা। তার মধ্যে একটি দল একটু বেশি হইহই করছে। হঠাৎই কলেজপড়ুয়াদের দলের কয়েক জন ছাত্র এক ছাত্রীকে তুলে কাদায় ফেলে দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১০:৪৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

শুক্রবার দেশ জুড়ে দোল উদ্‌যাপন হয়েছে। তবে তার আগে থেকেই রঙের উৎসবে মেতেছিলেন বহু মানুষ। সেই উৎসব উদ্‌যাপনের ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছেয়ে গিয়েছে। একই সঙ্গে রং খেলার বেশ কিছু ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। তার মধ্যে কোনও ভিডিয়ো মজার, আবার কোনও ভিডিয়ো উদ্বেগ ছড়িয়েছে। তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে, কী ভাবে রং খেলার পর তিন জন ছাত্রীকে কাদায় ঠেলে ফেলে দিলেন একদল কলেজপড়ুয়া। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। হইচইও ফেলেছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি হরিয়ানার একটি কলেজের। তবে সেটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কলেজ ক্যাম্পাসে দোল খেলায় মেতেছেন পড়ুয়ারা। তার মধ্যে একটি দল একটু বেশি হইহই করছে। হঠাৎই কলেজপড়ুয়াদের দলের কয়েক জন ছাত্র এক ছাত্রীকে তুলে কাদায় ফেলে দেন। এর পর একে একে আরও দু’জন ছাত্রীকে তুলে কাদায় ফেলেন তাঁরা। তা দেখে উপস্থিত সবাই হো-হো করে হেসে ওঠেন। যাঁদের কাদায় ফেলে দেওয়া হয়েছিল তাঁরাও হাসতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত সপ্তাহে ‘ঝাখড় স্নেহা’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ১০ লক্ষের বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইকের ঝড় উঠেছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার নিন্দা করেছেন ঘটনাটির। পরে সমালোচনা এড়াতে ভিডিয়োতে ‘কমেন্ট সেকশন’ বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement