ছবি: সংগৃহীত।
গোটা গাড়ি এক টাকার মুদ্রা দিয়ে মোড়া। শুধু সামনের জানলা ও দু’ধারের কাচগুলি ফাঁকা। গা়ড়ির এই অদ্ভুত সাজসজ্জার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। এক টাকার কয়েনগুলি গাড়িতে এমন ভাবে আটকানো হয়েছে, যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। সমাজমাধ্যমে নজর কেড়েছে বিষয়টি। রাজস্থানের এক ব্যক্তি নিজের গাড়িকে আকর্ষণীয় করে তুলতে এক টাকার মুদ্রার সাহায্য নিয়েছেন। ভিডিয়োটি পোস্ট করার সময় লেখা হয়েছে ‘পয়সাওয়ালা গাড়ি’। আনন্দবাজার অনলাইনের হাতেও এসেছে সেই ভিডিয়ো।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মুদ্রায় ঢাকা গাড়িটি সূর্যের আলোয় ঝলমল করছে। গাড়ির কোনও অংশে ফাঁকা জায়গা নেই বললেই চলে। ‘এক্সপেরিমেন্ট কিং’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা ৫০ লক্ষ বার দেখা হয়েছে। টাকায় ঢাকা এই গাড়িটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। পথচারীদের থমকে দাঁড়িয়ে গা়ড়ির দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়ির নম্বর প্লেটটি রাজস্থানের। এর মালিক কে, সে সম্পর্কে কোনও তথ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্যে ভরে উঠেছে এর মন্তব্যবাক্স। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘খুচরোর গাড়ি।’ আরও এক জন রসিকতা করে মন্তব্য করেছেন, ‘‘যদি বাজারে ১ টাকার মুদ্রার ব্যবহার বন্ধ হয়ে যায়, তা হলে এটিই হবে এগুলো ব্যবহারের সেরা উপায়!’’