Viral Video

শপিং মলে ঢুকে পড়ল বানর, চেপে বসল তরুণীর কাঁধে! উত্তরপ্রদেশের ভাইরাল ভিডিয়োয় হইচই

শপিং মলের ভিতর ঘুরে বেড়াচ্ছে একটি বানর। এক জন তরুণ তাকে কাঁধে চাপিয়ে বার করার চেষ্টা করেন। কিন্তু চার দেওয়ালে ঘেরা আধুনিক জীবনের মায়ায় যেন মন বসে যায় তার। লাফ দিয়ে সে গিয়ে পড়ে এক জন তরুণীর সামনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ০৯:০৫
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

শপিং ‌মলে ঢুকে পড়েছে একটি বানর। জামা-কাপড়ের হ্যাঙার থেকে সে সোজা লাফ দিল এক তরুণীর দিকে। চেপে বসল তাঁর কাঁধে। নানা রকম খাবারের লোভ দেখিয়েও বানরকে তরুণীর কাঁধ থেকে নামানো গেল না। শেষে বানরটি তরুণীর জুতো খুলে নিয়ে তাঁর পিছু ছাড়ল। কিন্তু তার পরেও শপিং মলের অন্যত্র ‘তাণ্ডব’ করে বেড়াল সে। কখনও কম্বল জড়িয়ে শুয়ে থাকল, কখনও আবার জামা-কাপড়ের ধরন ‘যাচাই’ করে দেখল। মজার সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। আনন্দবাজার অনলাইনের হাতেও সেই ভিডিয়োটি এসেছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের ঝাঁসির সিটি কার্ট মলে বানরটি ঢুকে পড়ে। তার পর শুরু করে তার ‘বাঁদরামি’। তাকে বার করতে নাকানিচোবানি খেতে হয় শপিং মলের কর্মীদের।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শপিং মলের ভিতর ঘুরে বেড়াচ্ছে একটি বানর। এক জন তরুণ তাকে কাঁধে চাপিয়ে বার করার চেষ্টা করেন। কিন্তু চার দেওয়ালে ঘেরা আধুনিক জীবনের মায়ায় যেন মন বসে যায় তার। লাফ দিয়ে সে গিয়ে পড়ে এক জন তরুণীর সামনে। শুরু হয় তরুণীয় উপর তার ‘কর্তৃত্ব’ ফলানো। কিছুতেই তরুণীর পিছু ছাড়ে না সে। বেগতিক বুঝে তরুণী শপিং মলের মেঝেয় বসে পড়েন। তখনই যেন হাতে চাঁদ পায় বানর বাবাজি। চেপে বসে তরুণীর কাঁধে। চুল ধরেও টানাটানি করে। শপিং মলের কর্মীরা বহু চেষ্টা করেও তাকে তরুণীর কাছ থেকে সরাতে পারেন না তাকে। শীতের মরসুমে ‘সেল’এর তাকে থাকা একটি গেরুয়া রঙের কম্বল নামিয়ে ছুড়ে মারা হয় বানরের গায়ে। সেটিকে ধরতে এগিয়ে আসে বানর বাবাজি। তৎক্ষণাৎ উঠে পালাতে যান তরুণী। কিন্তু ব্যর্থ হন। বানরটি আবারও গিয়ে পড়ে তার গায়ে। তার পর তরুণীর জুতো খুলে নেয়। জুতো পেয়ে বানর বাবাজি ছুটি দেন তরুণীকে। কিছু ক্ষণ বসে বসে সেই জুতোটিকেই কামড়ায়। তার পর বানরের মন ঘুরে যায় নরম কম্বলের দিকে। তাকে সাজানো কম্বলের উপর উঠে গা এলিয়ে শুয়ে পড়ে সে। কিছু ক্ষণ পর সেখান থেকে নেমে আবার জামাকাপড়ের তাকে উঠে যেন কাপড়ের মান যাচাই করে দেখে নেয় সে। কখনও আবার হ্যাঙারে ঝোলানো জামাগুলির উপর হেঁটে দেখে হ্যঙারগুলি শক্ত কি না। বানর বাবাজি সবই করে কিন্তু আশেপাশের লোকেদের দেওয়া একটি খাবারও ছুঁয়ে দেখে না। শপিং মলের লোকেরা বার বার নানা ফন্দিতে বানরটিকে তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তাঁদের মধ্যেই কেউ ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন। বানরের কীর্তির সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে।

Advertisement

‘জিস্ট.নিউজ়’ নামের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকেরা নানা মজার কমেন্টে মন্তব্যবাক্স ভরিয়ে দিয়েছেন। বহু নেটাগরিক তরুণীর এই করুন পরিস্থিতির প্রতি সমবেদনা জানিয়েছেন। অনেকে বানরের কীর্তি দেখে মজা পেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement