Rashmika Mandanna health update

পায়ে ব্যান্ডেজ, মুখভার, চোট পাওয়ার পর এখন কেমন আছেন রশ্মিকা?

রশ্মিকার পায়ে চোট পাওয়ার খবরে চিন্তিত অনুরাগীরা। এ বার অভিনেত্রী নিজেই জানালেন, তিনি কেমন আছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১২:৪৩
Share:

পায়ে চোট পেয়েছেন রশ্মিকা মন্দানা। ছবি: ইনস্টাগ্রাম।

বছরের শুরুতেই জিমে শরীরচর্চা করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তিনি কেমন আছেন, এ বার অভিনেত্রী নিজেই জানালেন।

Advertisement

সূত্রের দাবি, পায়ের চোটের জন্য আপাতত সলমন খানের সঙ্গে ‘সিকন্দর’ ছবির শুটিং করতে পারছেন না রশ্মিকা। সমাজমাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, তাঁর ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলির সঙ্গে রশ্মিকা লিখেছেন, ‘‘নিজেকে নববর্ষের শুভেচ্ছা। জিম করতে গিয়ে চোট পেয়েছিলাম। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠব। কিন্তু সেটা আগামী কয়েক সপ্তাহ, না কি কয়েক মাসের মধ্যে, তা ঈশ্বরই জানেন। সময় মতো ‘থামা’, ‘সিকন্দর’ এবং ‘কুবেরা’র সেটে পৌঁছে যাব।’’

একই সঙ্গে তাঁর নতুন ছবির পরিচালকদের কাছেও ওই পোস্টে ক্ষমা চেয়ে নিয়েছেন রশ্মিকা। কারণ, তাঁর জন্য ছবিগুলির শুটিংয়ের দেরি হয়ে যাচ্ছে বলেই মনে করছেন অভিনেত্রী। রশ্মিকা লেখেন, ‘‘তা-ও যদি এর মাঝে আমাকে আপনাদের প্রয়োজন হয়, তা হলে হয়তো সেটের এক কোণে আমাকে শরীরচর্চা করতে দেখবেন।’’

Advertisement

রশ্মিকা য়খন চোট পান, তখন তিনি ‘সিকন্দর’ ছবির শুটিং করছিলেন। খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর অনুরাগীরা সমাজমাধ্যমে উৎকণ্ঠা প্রকাশ করেন। তবে এ বারে রশ্মিকার পোস্ট দেখার পর অনেকেই আশ্বস্ত হয়েছেন। অনুরাগীদের একাংশ অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক জন লেখেন, ‘‘এই বছরে আপনার অনেকগুলো ছবির অপেক্ষায় রয়েছি। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement