Chappal War in Lucknow

অস্ত্র যখন হাওয়াই চটি! লখনউয়ের ব্যস্ত রাস্তায় ‘চপ্পল যুদ্ধের’ ভিডিয়ো ভাইরাল

চটির নাগালে যাঁকে পাওয়া যাচ্ছে তাঁকে ধরেই চলছে মার। কখনও চটি দিয়ে গালেও মারা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৪ ১৪:৪৩
Share:

রাস্তার মধ্যে মারধর। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সকালবেলার ব্যস্ত রাস্তা। রাস্তা দিয়ে একের পর এক গাড়ি ছুটে যাচ্ছে। কিন্তু তাতে কোনও ভ্রুক্ষেপ নেই চার-পাঁচ জনের। কারণ রাস্তার ধারে তখন ‘যু্দ্ধে’ ব্যস্ত সকলে। তাঁদের হাতে রয়েছে একই রকম অস্ত্র— হাওয়াই চটি। হাতের নাগালে যাঁকে পাওয়া যাচ্ছে তাঁকে ধরেই চলছে মার। কখনও চটি দিয়ে গালে মারা হচ্ছে।

Advertisement

কখনও বা ঘাড় ধরে দেওয়া হচ্ছে একের পর এক চাঁটি। মাঝে এক মহিলা মারপিট থামাতে এলেও থামেননি কেউই। বরং তার পরেও মারপিট চালিয়ে যেতে থাকেন তাঁরা। এই ঘটনাটির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ উত্তরপ্রদেশের লখনউয়ের ব্যস্ত রাস্তায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। তবে তাঁদের মধ্যে ঠিক কী কারণে অশান্তি তা জানা যায়নি। নেটব্যবহারকারীদের একাংশ এই ভিডিয়োটি দেখে হেসে গড়াগড়ি খেয়েছেন বলে তাঁদের দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement