Viral Video

পড়াতে গিয়ে ‘সার্কাস’ দেখালেন শিক্ষক! শূন্যে পা তুলে বোঝালেন রসায়ন, রইল ভিডিয়ো

পড়াতে পড়াতে হঠাৎ টেবিলের উপর উপুড় হয়ে শুয়ে পড়লেন তিনি। শুয়ে পড়ে টেবিল থেকে কোমর নামিয়ে নীচে ঝুঁকে পড়লেন তরুণ। দুই পা শূন্যে তুলে জৈব রসায়ন বোঝাতে শুরু করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৬:১৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অনলাইন মাধ্যমে পড়ুয়াদের রসায়নের একটি অধ্যায় পড়াচ্ছিলেন শিক্ষক। চক-বোর্ডের মাধ্যমে নয়। তিনি পড়াচ্ছিলেন প্রোজেক্টরের মাধ্যমে। কোথায় হাইড্রোজেন বন্ড রয়েছে, কোথায়ই বা হাইড্রোক্সাইড বন্ড রয়েছে, তা বোঝানোর জন্য টেবিলের উপর উপুড় শুয়েই পড়লেন তিনি। যেন ‘সার্কাস’ দেখাচ্ছেন তরুণ শিক্ষক। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘প্রিয়ঙ্কা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, অনলাইন মাধ্যমে ছাত্রছাত্রীদের জৈব রসায়ন পড়াচ্ছিলেন এক তরুণ শিক্ষক। পড়াতে পড়াতে হঠাৎ টেবিলের উপর উপুড় হয়ে শুয়ে পড়লেন তিনি। শুয়ে পড়ে টেবিল থেকে কোমর নামিয়ে নীচে ঝুঁকে পড়লেন তরুণ।

দুই পা শূন্যে তুলে জৈব রসায়ন বোঝাতে শুরু করলেন তিনি। হাওয়ায় পা তুলে তা ঘোরাতেও থাকেন শিক্ষক। পড়া বোঝানোর জন্য এমন পদ্ধতি বেছে নিয়েছেন বলে মাঝেমধ্যে আতঙ্কও প্রকাশ করছেন তরুণ। শেষমেশ টেবিল থেকে নেমে পড়েন তিনি।

Advertisement

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় তরুণ শিক্ষকের কাণ্ড দেখে হাসির রোল উঠেছে। এক জন বলেছেন, ‘‘আমাদের যদি এ ভাবে কেউ পড়া বোঝাতেন তা হলে দারুণ মজা হত।’’ আবার এক জনের কথায়, ‘‘শিক্ষক হওয়া কি মুখের কথা নাকি!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement