Viral Video

চিতাবাঘের সঙ্গে নিজস্বী! মাঠে শিকারিকে দেখে ফোন নিয়ে এগিয়ে গেলেন তরুণ, তার পর…

খোলা মাঠের মাঝে বসে রয়েছে একটি চিতাবাঘ। তার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তাঁর হাতে মোবাইল ফোন। চিতাবাঘের সঙ্গে নিজস্বী তুলবেন বলে ফোনের ক্যামেরা অন করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১১:১৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গল থেকে জনবসতিতে ঢুকে পড়েছে একটি চিতাবাঘ। খোলা মাঠে ঢুকে পড়েছে সে। চিতাবাঘকে দেখেই সেখানে দৌড়ে গিয়েছে এক তরুণ। মোবাইলের ক্যামেরা অন করে চিতাবাঘের সঙ্গে নিজস্বী তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, খোলা মাঠের মাঝে বসে রয়েছে একটি চিতাবাঘ। তার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তাঁর হাতে মোবাইল ফোন। চিতাবাঘের সঙ্গে নিজস্বী তুলবেন বলে ফোনের ক্যামেরা অন করেছেন তিনি। নিজস্বী যেন ভাল আসে তাই মনের মতো ‘অ্যাঙ্গল’ও মেপে নিচ্ছেন তিনি।

চিতাবাঘটিও বসে বসে লেজ নাড়াচ্ছে। ঘটনাটি কোথাকার তা জানা যায়নি। তবে ভিডিয়োটি থেকে জানা যায় যে, এই জমিটি ওই তরুণের। নিজের জমির ভিতর চিতাবাঘ ঢুকে পড়ায় নিজস্বী তোলার লোভ নাকি সামলাতে পারেননি তিনি।

Advertisement

ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘লোকে আজকাল ছবি তোলার জন্য নিজের জীবনের ঝুঁকিও নিতে প্রস্তুত।’’ আবার এক জন বলেছেন, ‘‘চিতাবাঘটি শান্ত হয়ে বসেছিল কী করে? তার পর কী হল তা বড় জানতে ইচ্ছা করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement