Kolkata Municipal Corporation

ই-পস যন্ত্র বিকল, দু’মাস ধরে বন্ধ অনলাইনে পার্কিং ফি আদায়

পুরসভা নিযুক্ত বিভিন্ন সংস্থার কর্মীরা গাড়ি ও মোটরবাইকের জন্য পুরসভা নির্ধারিত পার্কিং ফি-র থেকে অতিরিক্ত টাকা আদায় করতেন বলে অতীতে পুরসভায় বিস্তর অভিযোগ জমা পড়েছিল।

Advertisement

মেহবুব কাদের চৌধুরী

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ০৭:০৪
Share:

কলকাতা পৌরসংস্থা। —ফাইল চিত্র।

পার্কিং ব্যবস্থায় দুর্নীতি ঠেকাতে বছর দুয়েক আগে অনলাইনে পার্কিং ফি নেওয়ার ব্যবস্থা চালু করেছিল কলকাতা পুরসভা। ২০২৩ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠান করে পার্কিং ফি আদায়কারী সংস্থাগুলির হাতে পরীক্ষামূলক ভাবে ‘ই-পস’ যন্ত্র দেওয়া শুরু হয়েছিল। সব মিলিয়ে ৫৬০টি যন্ত্র বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের হাতে তুলে দেয় পুরসভা। কিন্তু অভিযোগ, গত দু’মাসের বেশি সময় ধরে ওই সমস্ত যন্ত্র বিকল হয়ে থাকায় অনলাইনে পার্কিং ফি আদায় বর্তমানে পুরোপুরি থমকে রয়েছে।

Advertisement

ফের কবে অনলাইনে পার্কিং ফি নেওয়া চালু হবে, তা জানেন না পুরসভার পার্কিং বিভাগের কর্মী, আধিকারিকেরাও। যদিও কলকাতা পুরসভার চিফ ম্যানেজার (পার্কিং) বিজয় বিশ্বাসের আশ্বাস, ‘‘অনলাইনে পার্কিং ফি নেওয়ার ব্যবস্থা পুনরায় চালু হবে শীঘ্রই।’’ যদিও মেয়র পারিষদ (পার্কিং) দেবাশিস কুমার বলেন, ‘‘মেশিন সব চলছে। কেউ এ নিয়ে অভিযোগ করেনি।’’

কলকাতা পুর এলাকায় পার্কিং ফি আদায়ে দুর্নীতির অভিযোগ নতুননয়। পুরসভা নিযুক্ত বিভিন্ন সংস্থার কর্মীরা গাড়ি ও মোটরবাইকের জন্য পুরসভা নির্ধারিত পার্কিং ফি-র থেকে অতিরিক্ত টাকা আদায় করতেন বলে অতীতে পুরসভায় বিস্তর অভিযোগ জমা পড়েছিল। পার্কিং নিয়ে দুর্নীতি ঠেকাতে পুর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিলেন, অফলাইনে পার্কিং ফি আদায় পুরোপুরি বন্ধ করতে হবে। সেই মতো ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে পার্কিং সংস্থার প্রতিনিধিদের হাতে ধীরে ধীরে ‘ই-পস’ যন্ত্র তুলে দেওয়া হয়। ওই যন্ত্রের মাধ্যমে পার্কিং সংস্থার কর্মীরা ফি আদায় করতেন। যদিও এই পরিষেবা শুরুর সময় থেকেই নানা অভিযোগ জমা পড়ছিল। ওই যন্ত্র ধীরে কাজ করায় ফি আদায়ে সমস্যায় পড়তেন পার্কিং সংস্থার কর্মীরা। পুরসভা নিযুক্ত এক পার্কিং সংস্থার কর্ণধারের নালিশ, ‘‘পার্কিং ফি আদায়পুরোটা অনলাইনে হওয়ায় প্রযুক্তির ব্যবহারে তেমন সড়গড় নন যাঁরা, তাঁরা গাড়ি নিয়ে এসে সমস্যায় পড়তেন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে, ওই যন্ত্রের পাশাপাশি অফলাইনেও যাতে পার্কিং ফি নেওয়া যায়, সে বিষয়ে অনুরোধ করা হয়। কিন্তু কোনও লাভ হয়নি।’’

Advertisement

কলকাতা পুরসভায় ‘ই-পস’ যন্ত্র সরবরাহকারী সংস্থার অধিকর্তা তুহিনশুভ্র দাসের আশ্বাস, ‘‘৫৬০টি ই-পস যন্ত্রের সফ‌্টওয়্যার আপগ্রেড করে সোমবারই পার্কিং সংস্থাগুলির দফতরে পৌঁছে দেওয়া হয়েছে। ১৯ জানুয়ারির মধ্যে সমস্ত নতুন যন্ত্র পার্কিং সংস্থার হাতে পৌঁছে যাবে।’’ শুভ্র আরও জানান, এই যন্ত্রে অফলাইনে টাকা সংগ্রহেরও ব্যবস্থা থাকবে। ই-পস যন্ত্রগুলির কার্যকালের মেয়াদ দু’বছর। কোনও যন্ত্র বিকল হয়নি। সেগুলি আপডেট করার প্রয়োজন ছিল।’’ পার্কিং দফতর সূত্রের খবর, যন্ত্র পৌঁছে গেলেও কবে থেকে তার ব্যবহার শুরু হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

পুরসভা সূত্রের খবর, অনলাইনে পার্কিং ফি আদায় দ্রুত চালু করতে ডিসেম্বরের শেষে মেয়র পারিষদ (পার্কিং) দেবাশিস কুমার ও পুর কমিশনার পার্কিং সংস্থারপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। সম্প্রতি পুর কমিশনারও ই-পস যন্ত্র সরবরাহকারী সংস্থার কর্তাদের নিয়ে বৈঠক করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement