Fraudulence

নারী সেজে প্রতারণা, ধৃত তরুণ

সাংবাদিক সম্মেলনে বিধাননগর পুলিশ জানায়, ৩ জানুয়ারি এক যুবক রাজারহাট থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল এক তরুণীর বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ০৭:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মহিলা সেজে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার হল এক তরুণ। রবিবার রাতে রাজারহাটের রাইগাছি থেকে গ্রেফতার করা হয় ওই তরুণকে। ধৃতের নাম ওয়াসিম আলি। ডেটিং অ্যাপে বন্ধুত্বের ফাঁদ পেতে এক যুবককে প্রতারণা করার অভিযোগ দায়ের হয়েছিল তার বিরুদ্ধে।

Advertisement

এ দিন এক সাংবাদিক সম্মেলনে বিধাননগর পুলিশ জানায়, ৩ জানুয়ারি এক যুবক রাজারহাট থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল এক তরুণীর বিরুদ্ধে। এ দিন বিধাননগর সিটি পুলিশের উপ-নগরপাল (নিউ টাউন) মানব শ্রিংলা জানান, অভিযোগে যুবক জানিয়েছিলেন, একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁর সঙ্গে এক তরুণীর আলাপ হয়। বেশ কিছু ব্যক্তিগত খোলামেলা ছবি শেয়ার করেন ওই যুবক।

এর পরে তরুণী ওই যুবককে রাজারহাট এলাকায় দেখা করার প্রস্তাব দেয়। অভিযোগ, যুবক রাজারহাট বাজারে এলে ওই তরুণী তাঁর সঙ্গে দেখা করেনি। বদলে তাঁর ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। যুবক ভয় পেয়ে ২৮ হাজার টাকা অনলাইনে পাঠিয়ে দেন তরুণীকে। কিন্তু তার পরেও হুমকি এবং ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো চলতে থাকে। এর পরেই যুবক রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

তদন্তে জানা যায়, যে তরুণী ফোনে কথা বলত, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ, আদতে সে এক জন পুরুষ। তরুণীর কণ্ঠস্বর নকল করেছিল অভিযুক্ত। সেই কাজে যুবক এতটাই পারদর্শী যে, টের পাননি অভিযোগকারী।

পুলিশ সূত্রের খবর, প্রতারণা করার জন্য ভুয়ো প্রোফাইল তৈরি করেছিল অভিযুক্ত। সে মহিলা সেজে ভিডিয়ো কল করত। পুলিশের অনুমান, একাধিক যুবক এই ফাঁদে পড়ে প্রতারিত হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement