Viral Video

রাস্তার ধারে কিলবিল করছে সাপ, খালি হাতে জঙ্গলে ছুড়ে ফেলছেন তরুণ, রইল ভিডিয়ো

রেলিঙের ও পাশ থেকে কিলবিল করছে প্রচুর সাপ। রাস্তার দিকেই উঠে আসছে তারা। তা দেখে ভয় পেয়ে গিয়েছেন স্থানীয়েরা। কিন্তু তখনই কাজে নেমে পড়লেন এক তরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৪:৪৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

লোহার রেলিঙের এক পাশে ঘন জঙ্গল ধাপে ধাপে নীচের দিকে নেমে গিয়েছে। অন্য পাশে চলাচল করছে গাড়ি। কিন্তু হঠাৎ ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়েন অনেকে। কারণ, রেলিঙের ও পাশ থেকে কিলবিল করছে প্রচুর সাপ। রাস্তার দিকেই উঠে আসছে তারা। তা দেখে ভয় পেয়ে গিয়েছেন স্থানীয়েরা। কিন্তু তখনই কাজে নেমে পড়লেন এক তরুণ। খালি হাতে সাপগুলি ধরে জঙ্গলের দিকে ছুড়ে ফেললেন তিনি। সমাজমাধ্যমে এই ভিডিয়ো কম সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। এই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, রেলিঙের এক পাশে কিলবিল করছে সাপ। রেলিঙের উপর দিয়েই রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে তারা। তখনই সে দিকে এগিয়ে গেলেন এক তরুণ। রেলিং পার করে জঙ্গলের দিকে নেমে পড়লেন তিনি।

তার পর খালি হাতে এক একটি সাপ ধরে জঙ্গলের দিকে ছুড়ে ফেলতে শুরু করেন তিনি। কয়েক মুহূর্তের মধ্যেই সেখান থেকে সব সাপ ছুড়ে ফেলে দেন ওই তরুণ। ভিডিয়োটি কোন জায়গার তা জানা না গেলেও নেটাগরিকদের অধিকাংশের দাবি, এটি ২০২১ সালের ভিডিয়ো। সমাজমাধ্যমে আবার নতুন করে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে।

Advertisement

ভিডিয়োটি দেখে এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘সেই সময় যদি জঙ্গলের ভিতর দিয়ে কেউ চলাচল করতেন, তা হলে নির্ঘাত ভাবতেন আকাশ থেকে সাপের বৃষ্টি হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement