bill of Varanasi hotel

হোটেলের বকেয়া দু’লাখ! পাই পয়সা না চুকিয়ে গা ঢাকা দিলেন যুবক

ওই যুবক চার দিন যে ঘরে ছিলেন তার বিল হয়েছিল ১ লাখ ৬৭ হাজার টাকা। এ ছাড়া ৩৬ হাজার টাকার খাবার একাই খেয়েছেন ওই যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৫
Share:

—প্রতীকী ছবি।

বিলাসবহুল হোটেলের বিলাসে চার দিন ডুবে থাকার পর এক পয়সা না দিয়েই গা ঢাকা দিলেন যুবক। বারাণসীর একটি নামী হোটেলে কয়েক রাত কাটিয়েছিলেন ওড়িশার বাসিন্দা ওই যুবক। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, প্রায় দু’লাখ টাকার বিল না চুকিয়েই পালিয়ে যান তিনি। সেই অভিযোগের ভিত্তিতে ফেরার যুবকের সন্ধানে নেমেছে পুলিশ। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই যুবক চার দিন যে ঘরে ছিলেন তার বিল হয়েছিল ১ লাখ ৬৭ হাজার টাকা। এ ছাড়াও ৩৬ হাজার টাকার খাবার একাই খেয়েছেন ওই যুবক। পুলিশ জানিয়েছে, হোটেল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে পলাতক যুবকের খোঁজ চালানো হচ্ছে।

Advertisement

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযুক্ত যুবকের নাম সার্থক সঞ্জয়। ১৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত তিনি হোটেলের দামি স্যুটে থেকেছিলেন। রেস্তরাঁ থেকে দামি খাবার আনিয়ে খেয়েছিলেন তিনি। সেগুলির বিল পরিশোধ না করে তিনি পালিয়ে যান।

হোটেলের কর্মীরা তাঁকে কোথাও খুঁজে না পেয়ে তাঁকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। সেই ফোনও বন্ধ ছিল। যে ঘরে তিনি ছিলেন সেখানে তল্লাশি চালিয়ে কয়েকটি জামাকাপড় ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষ বহু দিন তাঁর খোঁজ চালিয়ে ব্যর্থ হওয়ায় পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অভিযুক্তের দেওয়া ঠিকানা এবং মোবাইল নম্বরগুলি খতিয়ে দেখছে বারাণসী পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement