ছবি: এক্স থেকে নেওয়া।
দু’দিন আগে মেট্রো স্টেশনে চুম্বনের সাক্ষী ছিল কলকাতা। আবারও সেই একই ঘটনা ঘটল মেট্রোর কামরার অন্দরে। চলন্ত মেট্রোয় দুই যুগলকে দেখা গেল একে অপরকে জড়িয়ে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে ও কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। ১৬ তারিখ এই ভিডিয়োটি সমাজমাধ্যম এক্সের পাতায় ছড়িয়ে পড়েছে। কলকাতার যুগলের চুম্বনের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর হইচই পড়ে গিয়েছিল সমাজমাধ্যমে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই চুমু খাওয়ার আরও একটি ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর একটি ফাঁকা কামরায় ঘনিষ্ঠ হয়ে বসেছিলেন তরুণ-তরুণী। হঠাৎ করেই তরুণ, তরুণীর গলা জড়িয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরেন। কামরায় থাকা এক যাত্রী ওই চুম্বনরত যুগলকে ক্যামেরাবন্দি করেন। অবশ্য তাতে কোনও হেলদোল ছিল না আলিঙ্গনে আবদ্ধ যুগলের। একাধিক বার তাঁরা একে অপরকে চুম্বন করেন।
কলকাতা মেট্রোর ঘটনার পর এই ভিডিয়োটিও ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। যুগলের সমালোচনা করেওসরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘বিকশিত ভারত!’’ অন্য এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন ‘‘প্রেম আসলে অন্ধ।’’ যুগলের সমালোচনা করে এক জন লিখেছেন, ‘‘ছেলে ও মেয়ে দু’জনেই নির্লজ্জ।’’