ছবি: এক্স থেকে নেওয়া।
গাড়ি রাখা নিয়ে প্রতিবেশীর সঙ্গে নিত্যদিনের অশান্তি। সেই রাগে প্রতিবেশীর গাড়িতে আগুন লাগিয়ে চম্পট দিলেন যুবক। এই কাণ্ড ঘটিয়ে উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত। তাতেও শেষরক্ষা হল না। ৬৭০ কিলোমিটার ধাওয়া করে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ৩০ নভেম্বর রাতে পড়শির গাড়িতে আগুন ধরিয়ে দেন দিল্লির লাজপত নগরের এফ ব্লকের বাসিন্দা ওই যুবক। সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘সাক্ষীচাঁদ০৮’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যা দেখে হতবাক হয়ে গিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, প্রধান অভিযুক্ত রাহুল ভাসিন গাড়ি রাখার জায়গা নিয়ে প্রতিবেশী রঞ্জিত চৌহানের সঙ্গে নিয়মিত তর্ক করতেন। সেই বচসার জেরে রাহুল বন্ধুদের সঙ্গে রঞ্জিতের গাড়িতে আগুন দেওয়ার পরিকল্পনা করেন। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাত ১০টা নাগাদ রাহুল ও তাঁর দুই বন্ধু রাস্তার মাঝখানে তাঁদের গাড়ি থেকে বেরিয়ে এসে রঞ্জিতের গাড়ির উইন্ডশিল্ড ভাঙতে শুরু করেন। তার পর গাড়ির বনেটে একটি দাহ্য তরল ছুড়ে দেন এবং অন্য এক জন আগুন ধরিয়ে দেযন। এর পর তিন জনই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।