Viral Video

তালুর মধ্যে কিলবিল করছে শঙ্খচূড়, আঙুল দিয়ে গলায় আদর তরুণের! ভাইরাল ভিডিয়ো

ছোট একটি শঙ্খচূড়কে আদর করছেন এক তরুণ। কখনও তার মাথায় হাত বোলাচ্ছেন। কখনও আবার শঙ্খচূড়ের গলায় আঙুল বুলিয়ে দিচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৫
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

টেবিলের উপর মাথা উঁচু করে শুয়েছিল একটি ছোট্ট শঙ্খচূড়। এক তরুণ হাত বাড়িয়ে আদর করতে এগিয়ে গেলেন তার দিকে। তা দেখে খানিকটা পিছিয়ে গেল শঙ্খচূড়। তার পর আঙুল বুলিয়ে কখনও সাপের মাথায়, কখনও আবার সাপের গলায় বোলাতে লাগলেন তরুণ। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘ওয়ার্ল্ড_অফ_স্নেকস_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ছোট একটি শঙ্খচূড়কে আদর করছেন এক তরুণ। কখনও তার মাথায় হাত বোলাচ্ছেন, কখনও আবার শঙ্খচূড়ের গলায় আঙুল বুলিয়ে দিচ্ছেন। শঙ্খচূড়ও মনের আনন্দে মাথা দুলিয়ে সেই আদর খাচ্ছে। এই ঘটনাটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। জানা যায়নি তরুণের নামপরিচয়ও।

এর পর শঙ্খচূড়কে দুই আঙুল দিয়ে তালুর উপর তুলে নেন তরুণ। আঙুলের ফাঁক দিয়ে তালুর মধ্যে কিলবিল করে ওঠে সাপটি। ভিডিয়োটি দেখে ভয়ে শিউরে উঠেছেন নেটাগরিকদের একাংশ। তরুণের সাহসের প্রশংসা করেছেন তাঁরা। আবার অনেকেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভিডিয়োটি। শঙ্খচূড়ের অঙ্গভঙ্গি লক্ষ করে এক নেটব্যবহারকারী তরুণকে উদ্দেশ করে লিখেছেন, ‘‘তোমায় অনেক ভরসা করে বলেই তোমার হাতে এ ভাবে খেলে বেড়াচ্ছে। ভিডিয়োটি দেখে মন ভরে গেল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement