ছবি: সংগৃহীত।
একেই বলে রাখে হরি মারে কে! দ্রুত গতিতে ছুটে আসা গাড়ির সামনে পড়েও আশ্চর্যজনক ভাবে বেঁচে গেলেন এক যুবক। সেই ঘটনার একটি ভয়াবহ ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে, যা দেখে হতবাক হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। একটি দু’চাকার বাহন নিয়ে ব্যস্ত রাস্তায় যেতে গিয়ে ভয়ঙ্কর একটি দুর্ঘটনার মুখোমুখি হন ওই যুবক। কপালজোরেই বড়সড় চোটের হাত থেকে বাঁচলেন যুবক। ‘ঘর কা কালেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে সেই দুর্ঘটনার সেই ভাইরাল ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে। সেটি দেখে মনে হয়েছে ভারতেরই একটি কোনও ব্যস্ত ও একমুখী রাস্তায় ভিডিয়োটি তোলা হয়েছে। যদিও ভিডিয়োটি সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদা জামা ও কালো প্যান্ট পরা এক যুবক স্কুটার নিয়ে ফুটপাথে ধাক্কা খেয়ে কয়েক ফুট শূন্যে উড়ে যান। উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ট্রাকের সঙ্গে বিশাল জোরে উড়ন্ত গাড়ি ধাক্কা লাগে। গাড়ি থেকে ছিটকে চালক সরাসরি ট্রাকের বনেটের উপর পড়ে যান। বিস্ময়কর ভাবে দুর্ঘটনার পর গায়ে কোনও আঁচড় লাগেনি তাঁর। এত বড় ঘটনার মুখে পড়েও স্কুটার চালককে নির্বিকার থাকতে দেখা গিয়েছে ভিডিয়োতে। দিব্বি হেঁটেই নিজের বাহনটিকে তুলতে দেখা গিয়েছে তাঁকে। সম্ভবত রাস্তা পরিবর্তন করার চেষ্টা করতে গিয়েই রাস্তার ডিভাইডারে ধাক্কা লাগে তাঁর। যুবককে ওই ভাবে উড়ে পড়তে দেখে থমকে যান পথচারীরা।