ছবি: এক্স থেকে নেওয়া।
কাঁধে এক বিশালকার সরীসৃপ। তাকে নিয়ে অবলীলায় হেঁটে চলেছেন এক যুবক। হিংস্র প্রাণীটিকে বয়ে নিয়ে যাওয়ার সময় কোনও হেলদোল দেখা যায়নি তাঁর। সম্প্রতি এক ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে ওই যুবক ১৩ ফুটের একটি কুমিরকে কাঁধে নিয়ে হাঁটছেন। এক্স হ্যান্ডল থেকে ‘মনোজ শর্মা লখনউ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যা দেখে চমকে উঠছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। কুমিরটিকে ঘাড়ে তুলে নিয়ে যাওয়ার ভিডি়য়োটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে।যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কুমিরটিকে কাঁধে নিয়ে একাই মাঠের বাইরে নিয়ে চলে যান বলশালী ওই তরুণ। হামিরপুরে কয়েকদিন ধরেই কুমিরটি উৎপাত শুরু করেছিল বলে জানা গিয়েছে। কুমিরের জ্বালায় অস্থির হয়ে গ্রামবাসীরা বনবিভাগকে খবর দেয়। কুমির ধরার ফাঁদ পাতা হয় ও তাতে ধরা পড়ে প্রাণীটি। সাধারণত কুমিরের ওজন ১০০ কেজির উপরেই হয়। এত ভারি প্রাণীটিকে কোনও যানবাহনের সাহায্য না নিয়েই গায়ের জোরে ঘাড়ে তুলে নিয়ে চলে যেতে দেখা গিয়েছে ভিডিয়োয়। বন বিভাগের কর্মীরা অভিযান চালিয়ে দীর্ঘ সময় চেষ্টার পর সরীসৃপটিকে ধরতে সক্ষম হন। কুমিরটিকে কাঁধে নিয়ে যাওয়ার আগে তার মুখ ও হাত-পা কাপড় ও দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। তার পর কুমিরটিকে যেখানে ছিল সেখানে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।