Flex Banner

ফ্লেক্স ব্যানার আটকানোর সময় লোহার রড খুলে মাথায় পড়তেই মৃত্যু পথচারীর

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কিসান কুমার রজক। পুরসভার এক কর্মী ফ্লেক্স ব্যানার লাগাচ্ছিলেন। আচমকাই সেই ফ্লেক্স থেকে একটি লোহার রড খুলে নীচে পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৪:০০
Share:

ফ্লেক্স ব্যানার মাথায় পড়ে মৃত্যু পথচারীর। প্রতীকী ছবি।

ফ্লেক্স ব্যানারের কাঠামো খুলে লোহার রড পথচারীর মাথায় পড়ায় তাঁর মৃত্যু হল। শনিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কিসান কুমার রজক। পুরসভার এক কর্মী ফ্লেক্স ব্যানার লাগাচ্ছিলেন। আচমকাই সেই ফ্লেক্স থেকে একটি লোহার রড খুলে নীচে পড়ে। সেই সময় ওই ব্যানারের নীচ দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। লোহার রড তাঁর ঘাড় এবং মাথায় পড়ে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, পুরকর্মী নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে ওই ফ্লেক্স লাগাচ্ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুরকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

গত বছরের মে মাসে মুম্বইয়ে একটি বিলবোর্ড ভেঙে পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন শতাধিক। পেট্রল পাম্প লাগোয়া একটি ১০০ ফুট উচ্চতার এবং ২৫০ টন ওজনের বিলবোর্ড পাম্পের ছাউনির উপর আছড়ে পড়ে। তাতেই চাপা পড়ে মৃত্যু হয় ১৬ জনের। সেই ঘটনা গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিল। তার পরেও ঠাণেতে হোর্ডিং ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement