ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
বিষধর সাপের সঙ্গে খেলা দেখানো সমাজমাধ্যমে এখন অনেকের কাছেই জল-ভাত। সাপ নিয়ে নানা বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হয়েছে বহু সমাজমাধ্যমপ্রভাবী ও কনটেন্ট নির্মাতাদের। সেই রকমই আরও একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে ইনস্টাগ্রামের পাতায়। সেই ভিডিয়ো দেখে চমকে উঠেছেন দর্শকও। কথায় আছে সাপের গর্তে হাত ঢোকানো মানে বিপদ ডেকে আনা। এ বার সটান সাপের মুখের ভিতরে নিজের হাত ঢুকিয়ে বসে রইলেন এক যুবক। ‘দ্য রিয়্যাল টারজ়ান’ নামের একটি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি প্রকাশিত হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। মাইক হোলস্টাইন নামের ওই যুবকের কাণ্ড দেখে কার্যত থ সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখা গিয়েছে এক ব্যক্তি একটি বড় মাপের অ্যানাকোন্ডাকে বাঁ হাত দিয়ে ধরে তার মুখটি নিজের ডান হাতের উপর বসিয়ে দিচ্ছেন। কব্জি পেয়েই তাতে ধারালো দাঁত বসিয়ে দিয়েছে শক্তিশালী সরীসৃপটিও। সুচালো দাঁত ওই যুবকের হাতের মাংস কেটে বসে যায়, ঝরতে থাকে রক্তও। কিছু ক্ষণ পর সাপটির মুখ থেকে নিজের হাতটি বার করে আনেন মাইক। দেখা যায় সাপের দাঁতের লেগে রয়েছে ভর্তি রক্ত। সাপটি কামড়ে রক্ত বার করে দিলেও কোনও হেলদোল দেখা যায়নি তাঁর। তিনি সাপটিকে পায়ের সঙ্গে পেঁচিয়ে নিয়ে নিজের হাতের অবস্থা দর্শকদের দেখাতে থাকেন ক্যামেরায়। শেষে লম্বা সাপটিকে এক হাতে নিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়াতেও দেখা গিয়েছে মাইককে। এর আগেও মাইক এই সব দুঃসাহসী ভিডিয়ো পোস্ট করে ছিলেন নিজের ইনস্টা অ্যাকাউন্টে। এর আগেও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল যেখানে তাঁকে একটি শঙ্খচূড়ের মাথায় চুমু দিতে দেখা গিয়েছিল।