viral video of monkey

পথভোলা বাঁদরকে সাহায্য করতে এগিয়ে এলেন তরুণী, প্রশংসায় ভরিয়ে দিল সমাজমাধ্যম

বাঁদরটিকে সাহায্য করতে এগিয়ে আসেন বিমানবন্দরে কর্মরত এক তরুণী। শান্ত ভাবে বাঁদরটিকে বাইরে যাওয়ার পথ দেখিয়ে দেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ০৮:০০
Share:

ছবি: সংগৃহীত।

পথ ভুলে বিমানবন্দরে ঢুকে পড়েছিল একটি বাঁদর। বিশাল কর্মব্যস্ত এলাকায় এসে পড়ে হকচকিয়ে গিয়েছিল সে। কোথা দিয়ে বেরোবে তা বুঝতে না পেরে ইতিউতি ঘুরতে থাকে প্রাণীটি। সেইসময় তাকে সাহায্য করতে এগিয়ে আসেন বিমানবন্দরে কর্মরত এক তরুণী। শান্ত ভাবে বাঁদরটিকে বাইরে যাওয়ার পথ দেখিয়ে দেন তিনি। ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ‘মাদারসিপসজি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। প্রাণীটির প্রতি ওই তরুণীর সহমর্মিতা দেখে অনেকেই তাঁর প্রশংসা করেছেন সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে কালো টপ ও জ্যাকেট পরা এক তরুণী বাঁদরটির পাশে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছেন। তাঁর গলায় ঝোলা পরিচয়পত্র দেখে আন্দাজ করা গিয়েছে তিনি বিমানবন্দরেরই কর্মী। বাঁদরটিকে দেখে ভয় না পেয়ে তিনি ঠান্ডা মাথায় সেটিকে বেরিয়ে যাওয়ার পথ দেখিয়ে নিয়ে দেখিয়ে যান। বাঁদরটি হাঁটতে হাঁটতে ভুলক্রমে তরুণীর দিকে এগিয়ে গেলেও বিচলিত হননি তিনি। তবে শেষ পর্যন্ত বাঁদরটি বিমানবন্দর থেকে বেরোতে পেরেছিল কি না তা জানা যায়নি। ভিডিয়ো দেখে প্রায় ৪৭ হাজারের বেশি নেটাগরিক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘‘বাঁদরটি তার হারিয়ে যাওয়া ৫২ কোটি টাকার কলা খুঁজতে চলে গিয়েছিল।’’ সম্প্রতি নিলাম থেকে কেনা ৫২ কোটি টাকার কলা খেয়ে শিরোনামে উঠেছিলেন ধনকুবের জাস্টিন সান। সেই প্রসঙ্গ টেনে এনে এই মন্তব্য করেন সমাজমাধ্যম ব্যবহারকারী। অন্য এক জন লিখেছেন, ‘‘পশু ও মানুষের মধ্যে এমন সৌজন্যই থাকা উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement