Viral Video

‘বড়ে মিঞা’র সঙ্গে নাচ মাধুরীর! দুই হুবহুকে দেখে চক্ষু চড়কগাছে নেটাগরিকদের, ভাইরাল ভিডিয়ো

অমিতাভের ভক্ত তিনি। দেখতেও অবিকল অমিতাভের মতো। অন্য দিকে মধু শর্মা নামে এক তরুণীকে দেখেও চেনা দায়। বলি নায়িকা মাধুরীর সঙ্গে মুখের প্রচুর মিল তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৬
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

এক দিকে বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন, অন্য দিকে গোবিন্দ। মাঝে বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ১৯৯৮ সালে বড় পর্দায় ‘বড়ে মিঞা’ এবং ‘ছোটে মিঞা’র সঙ্গে জুটি বেঁধে নজর কেড়েছিলেন অভিনেত্রী। ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে তিন তারকার ‘ওয়ে মখনা’ গানটি বেশ জনপ্রিয় হয়েছিল।

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে সেই গানের সঙ্গে নাচ করতে দেখা গেল দুই তারকার হুবহুকে। তাঁদের নাচ দেখে অবাক হয়ে গিয়েছেন নেটব্যবহারকারীরা। সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছে সেই নাচের ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

পুণের বাসিন্দা শশীকান্ত পেড়ওয়াল। অমিতাভের ভক্ত তিনি। দেখতেও অবিকল অমিতাভের মতো। অন্য দিকে মধু শর্মা নামে এক তরুণীকে দেখেও চেনা দায়। বলি নায়িকা মাধুরীর সঙ্গে মুখের প্রচুর মিল তাঁর। যেন তিনি মাধুরীর হুবহু। মধুর সঙ্গে ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’ ছবির ‘ওয়ে মখনা’ গানটির সঙ্গে নাচ করেন শশীকান্ত। ইনস্টাগ্রামের পাতায় সেই নাচের ভিডিয়ো পোস্ট করেছেন খোদ শশীকান্ত।

Advertisement

নাচের ভিডিয়োটি এক নজরে দেখলে মনে হবে যেন অমিতাভ এবং মাধুরীই নাচ করছেন। দুই হুবহুর নাচের ভিডিয়ো দেখে নেটাগরিকদের অধিকাংশ অবাক হয়ে গিয়েছেন। এক নেটব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। পরে বুঝতে পারলাম যে, তাঁরা আসলে অমিতাভ এবং মাধুরী নন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement