Viral News

প্রেমিকার সঙ্গে বিয়েতে বাধা, বাবা-মায়ের বিরুদ্ধে পণের মামলা করলেন ছেলেই

বিয়েতে দেরি হওয়ায় বাবা-মাকেই কাঠগড়ায় তুললেন ছেলে। দাবি তাঁদের পণের দাবিতে অতিষ্ঠ হয়েই প্রেমিকার পরিবার বিয়ে দিতে পারছে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০২২ ২০:১০
Share:

প্রতীকী ছবি।

পছন্দের পাত্রীর কাছে পণ চাইছেন বাবা-মা! তাই মিঞা-বিবি চাইলেও বিয়ে হচ্ছে না। এমনই অভিযোগ এনে বাবা-মায়ের বিরুদ্ধে পণের মামলা দায়ের করলেন ছেলে। তাঁর অভিযোগ, বাবা-মায়ের পণের দাবি মেটাতে না পারায় প্রেমিকার সঙ্গে বিয়ে হচ্ছে না তাঁর।

উত্তরপ্রদেশের মেরঠের ঘটনা। অভিযোগকারী যোগেশ কুমারের বয়স ৩১। তাঁর প্রেমিকার বয়স ২৬। পুলিশের কাছে লেখানো অভিযোগে যোগেশ জানিয়েছেন, ১২ বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। সম্প্রতি তাঁদের বিয়ের কথা উঠতেই প্রেমিকার পরিবারের কাছে মোটা টাকা পণ চান তাঁর বাবা-মা। এমনকি, আসবাবের লম্বা তালিকাও ধরান।

যোগেশ জানিয়েছেন, তাঁর প্রেমিকার পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। তাঁদের পক্ষে ওই পণ দেওয়াও সম্ভব নয়। অভিযোগ, জেনে বুঝেই তাদের কাছে ওই দাবি করেছে তাঁর পরিবার। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement