Viral Videos

Viral: বিয়ের অনুষ্ঠানে যেতে বুলডোজারে কেন বসে হবু বর? কত টাকা জরিমানা চালকের

বুলডোজারে বসে রয়েছেন হবু বর। এমন ছবি দেখে নেটমাধ্যমের অনেকেই দেদার মজা লুটেছেন। তবে ফেঁসে গিয়েছেন বুলডোজারের চালক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১০:৫৮
Share:

এ ছবিই ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত।

ঘোড়ার পিঠে বা গাড়িতে নয়, বিয়ে করতে যাওয়ার জন্য বুলডোজারে চেপে বসেছিলেন হবু বর। সে ভাবেই বরযাত্রী নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। নেটমাধ্যমে এমন অভিনব ছবি নিয়ে মাতামাতিও কম হয়নি। তবে তার জেরে কড়কড়ে ৫,০০০ টাকা গচ্ছা যেতে পারে ওই বুলডোজারের চালকের।

Advertisement

মঙ্গলবার বুলডোজারে চেপে বেতুল জেলার কেরপানি গ্রামে বিয়ে করতে গিয়েছিলেন অঙ্কুশ জায়সবাল। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার অঙ্কুশের পাশে বসেছিলেন তাঁর পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনেরা। বুলডোজারের উপর বসা হবু বরকে নিয়ে সে শোভাযাত্রা দেখে মজা লুটেছেন পথচারীরা। অনেকে আবার উৎসাহের বশে সে ছবি-ভিডিয়ো মোবাইলবন্দি করেছেন। তা নেটমাধ্যমে প্রকাশ্য আসতেই বিপাকে পড়েছেন ওই বুলডোজারের চালক রবি ভাস্কর।

হবু বরকে বুলডোজারের উপর বসিয়ে নিয়ে রাস্তা দিয়ে যেতে দেখে চালকের বিরুদ্ধে কেস ঠুকেছে মধ্যপ্রদেশ পুলিশ। সঙ্গে দিতে হবে ৫,০০০ টাকা জরিমানা। বৃহস্পতিবার এই কেস দায়ের করার সময় পুলিশের যুক্তি, বুলডোজার তো সাধারণ যাত্রী পরিবহণের জন্য নয়। তা বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য। এমনই আইন। সেই মোটর ভেহিকল্‌স অ্যাক্টের নানা ধারায় ফেঁসে গিয়েছেন ওই চালক।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement