Spooky Video

Viral: চোখের সামনে উধাও হয়ে যাচ্ছে শিশু! ভিডিয়ো দেখেও বিশ্বাস করছেন না কেউ

নেটমাধ্যমে ভিডিয়োটি শেয়ার করেন অন্য একটি শিশুর মা। মেলার মাঠে ছোটদের ‘রাইড’-এ চড়েছিল তাঁর পুত্র। উধাও হওয়া শিশুটি ছিল ঠিক তার পাশেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৮:১৯
Share:

এই আছে এই নেই, মেলার রাইড থেকে হঠাৎ উধাও শিশু। ছবি : টুইটার থেকে।

মেলার মাঠে রাইডে বসেছিল দু’টি শিশু। তাদের নিয়ে বেশ দ্রুত গতিতেই ঘুরছিল রাইড। দু-এক সেকেন্ড পর পর ঘুরে ফিরে আবার আসছিল পুরনো জায়গায়। ছেলেকে রাইডে বসিয়ে বাইরে থেকে ভিডিয়ো রেকর্ডিংও করছিলেন মা। হঠাৎ তিনি দেখলেন ছেলের পাশে বসা শিশুটি আর তার জায়গায় নেই। অথচ কয়েক সেকেন্ড আগেও সে ঠিক ওই জায়গাতেই বসেছিল! পুরো ঘটনাটিই ধরা পড়েছে ওই রেকর্ডিংয়ে।

Advertisement

মালয়েশিয়ার ঘটনা। সেখানে জোহরের একটি ফানপার্কে পাঁচ বছরের ছেলে মুইজকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন নুর আফরিনা রোশনি। ৩০ বছরের রোশনি নেটমাধ্যমে তাঁর তোলা ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘রাইড শেষ হতেই আমি ছুটে গিয়েছিলাম ছেলের কাছে। ওর পাশের ছেলেটি তখনও ছিল না। মুইজকে প্রশ্ন করতে ও বলে, ও জানেই না ছেলেটি কোথায়!’

ভিডিয়োটির লিঙ্ক দেওয়া হল নীচে। দেখুন তো আপনি এর মধ্যে ভুতুড়ে কিছু খুঁজে পান কি না।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement