Viral Video of Nita Ambani

৪৭ হাজারি জ্যাকেটে হিরে বসানো ব্রোচ! আইপিএলের নিলামে নজর কাড়লেন নীতা অম্বানী

জ্যাকেটে লাগানো ছিল হিরে বসানো ব্রোচ। ব্রোচটি দেখতে ইংরেজি অক্ষর ‘এম’-এর মতো। ফ্যাশনিস্তাদের অধিকাংশের দাবি, ‘মুম্বই ইন্ডিয়ান্স’ দলের আদ্যক্ষর মেনেই এই ব্রোচটি পরেছিলেন নীতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৪:০৬
Share:

নীতা অম্বানী। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রবিবার থেকে আইপিএলের নিলাম শুরু হয়েছে। সেই উপলক্ষে সৌদি আরবের জেড্ডায় উপস্থিত ছিলেন মুকেশ অম্বানীর স্ত্রী নীতা অম্বানী। সঙ্গে ছিলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র আকাশ। নিলামের অনুষ্ঠানে যে অবতারে নীতা হাজির ছিলেন তা ছিল আদ্যোপান্ত বিলাসিতায় মোড়া। হাজার হাজার টাকার জ্যাকেট, তার উপর লাগানো হিরে বসানো ব্রোচ। সমাজমাধ্যমে নীতার একাধিক ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

নীল রঙের ব্লেজ়ার জ্যাকেটের সঙ্গে রংমিলান্তি করে ট্রাউজ়ার পরেছিলেন নীতা। জ্যাকেটে লাগানো ছিল হিরে বসানো ব্রোচ। ব্রোচটি দেখতে ইংরেজি অক্ষর ‘এম’-এর মতো। ফ্যাশনিস্তাদের অধিকাংশের দাবি, ‘মুম্বই ইন্ডিয়ান্স’ দলের আদ্যক্ষর মেনেই এই ব্রোচটি পরেছিলেন নীতা। সঙ্গে ছিল বিলাসবহুল ব্যাগ, হাতে দামি ঘড়ি, চোখে সানগ্লাস এবং কানে হিরের দুল।

সংবাদমাধ্যম সূত্রে খবর, আইপিএলে নিলামের অনুষ্ঠানে নীতার সাজপোশাকের দায়িত্বে ছিলেন বলিপাড়ার খ্যাতনামী পোশাক পরিকল্পক তানভি চেম্বুরকর। ফ্যাশনপ্রেমীদের অধিকাংশের দাবি, নীতার পরনে যে ওয়াইড লেগ ট্রাউজ়ার ছিল, তার দাম ৩৮৫ ডলার।

Advertisement

ভারতীয় মুদ্রায় তার মূল্য প্রায় সাড়ে ৩২ হাজার টাকা। নীল রঙের যে ব্লেজ়ারটি তিনি পরেছিলেন তার দাম ৫৬৫ ডলার। ভারতীয় মুদ্রায় তার মূল্য সাড়ে ৪৭ হাজার টাকারও বেশি। সব মিলিয়ে পোশাকের জন্য নীতার খরচ হয়েছিল ৮০ হাজার টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement